১৭ ই মার্চ এর কবিতা

১৭ ই মার্চ এর কবিতা । আবু জাফর বিঃ

১৭ ই মার্চ এর কবিতা   , আজকের আর্টিকেলটিতে আমরা জানব এই কবিতাটি সম্পর্কে কবিতাটির লেখক কে এবং কবিতাটি সম্পর্কে বিস্তারিত তো চলুন প্রথমেই কবিতাটি সম্পর্কে জেনে নেয়া যাক ।

এছারা ও আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন । তাহলে ভিজিট করতে পারেন আমাদের গাজী ভাই ডটকম এর মূল হোম পেজ এবং কিনতে পারেন দেশের সবচাইতে কম দামে যাবতীয় নৃত্য প্রয়োজনে প্রোডাক্ট। Gazivai.com এ ২ পিস চামড়ার বেল্ট মেশিন সহ ৫৫০ টাকা কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন

১৭ ই মার্চ এর কবিতা

১৭ ই মার্চ এর কবিতা

      –আবু জাফর বিঃ

জাতির পিতা অবিসংবাদিত নেতার শুভ জন্মদিন,

বাংলার মানুষের হৃদয় থেকে মুছবেনা কোনদিন।

জাতী আজ স্মরণ করিছে তোমায় বিনম্র শ্রদ্ধায়,

তুমি থাকবে চিরঅমর হয়ে অনিঃশেষ ভালবাসায়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন,

শিমুল পলাশ হাজারো ফুলে বসন্ত এত রঙিন।

পত্র-পল্লব পুষ্প বৃক্ষরাজি শুভক্ষণের তীব্র প্রতিক্ষায়,

ফুলের গন্ধে সুরের ছন্দে রঙে বর্ণে প্রকৃতি সাজায়।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি হে ক্ষণজন্মা নেতা,

তোমার জন্যই পেয়েছি মোরা প্রাণের স্বাধীনতা।

তুমি না হলে বাংলাদেশ হতোনা হে চিরঞ্জীব নেতা,

তাই বঙ্গবন্ধু এবং বাংলাদেশ একই সুতোই গাঁথা।

পাকিস্থানের শাষক গোষ্টির ২৪বছরের দুঃশাসন,

দিয়েছিলে অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামের ভাষন।

পরাধীনতার শিকল ভেঙে লিখে গেছো ইতিহাস,

আর যেন তাকে বিকৃত করার পায়না দুঃসাহস।

সাহসে, স্নেহে, ভালোবাসায়, মমতায়, দুর্বলতায়,

আপামোর বাঙালির স্বপ্নদ্রষ্টা, প্রতিবাদী সত্ত্বায়।

তুমি থাকবে বাঙালির হৃদয়ে, অস্তিত্বে বহমান,

শ্রদ্ধাভরে স্মরিব তোমায় শেখ মুজিবুর রহমান।।

 ১৭ ই মার্চ এর কবিতাটি কোন কাব্যগ্রন্থের

প্রিয় পাঠক ১৭ ই মার্চ এর কবিতাটি কোন কাব্যগ্রন্থ নেয়া হয়েছে সেই সম্পর্কে আমরা কোন সঠিক তথ্য সংগ্রহ করতে পারিনি তাই আপনাদের এই সঠিক উত্তরটি  দিতে পারতেছি না তবে আপনারা চাইলে এর উত্তরটি গুগল থেকে সংগ্রহ করে নিতে পারেন। ৫০০ টাকার কেনাকাটায় ১০,০০০ টাকার মোবাইল জিতুন কিনতে ভিজিট করুন – Gazivai.com – গাজী ভাই ডট কম

১৭ ই মার্চ এর কবিতা

১৭ ই মার্চ এর  কবিতার মূলভাব

১৭ ই মার্চ এর কবিতাটির কবি আবু জাফর বিঃ । এ কবিতা টি আমরা ইতিমধ্যে তুলে ধরেছি আশা করি আপনি কবিতাটি দেখে নিতে পারবেন ।

১৭ ই মার্চ এর কবিতা লিরিক্স

১৭ ই মার্চ এর কবিতা লিরিক্স আপনি বিভিন্ন মাধ্যমে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিতে পারবেন আমাদের আর্টিকেলটিতে আমরা ১৭ ই মার্চ এর কবিতা ও ১৭ ই মার্চ এর কবিতার লিরিক্স তুলে ধরেছি ।

১৭ ই মার্চ এর কবিতা আবৃত্তি

আমাদের এই আর্টিকেলটিতে আমরা শুধুমাত্র ১৭ ই মার্চ এর কবিতাটি তুলে ধরেছি এই কবিতাটির আবৃত্তি আপনি youtube থেকে কিংবা আরো বিভিন্ন মাধ্যম থেকে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিবেন ।

১৭ ই মার্চ এর কবিতা আবু জাফর বিঃ

এই কবিতাটি সম্পর্কে আপনার মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে আপনি আমাদেরকে সহযোগিতা করতে পারেন আশা করি মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করবেন ।