অহংকার কবিতা

অহংকার কবিতা । সাইদুর রহমান

অহংকার কবিতা   , আজকের আর্টিকেলটিতে আমরা জানব এই কবিতাটি সম্পর্কে কবিতাটির লেখক কে এবং কবিতাটি সম্পর্কে বিস্তারিত তো চলুন প্রথমেই কবিতাটি সম্পর্কে জেনে নেয়া যাক ।

এছারা ও আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন । তাহলে ভিজিট করতে পারেন আমাদের গাজী ভাই ডটকম এর মূল হোম পেজ এবং কিনতে পারেন দেশের সবচাইতে কম দামে যাবতীয় নৃত্য প্রয়োজনে প্রোডাক্ট। Gazivai.com এ ২ পিস চামড়ার বেল্ট মেশিন সহ ৫৫০ টাকা কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন

অহংকার কবিতা

অহংকার কবিতা

      –সাইদুর রহমান

তুমিই তো দিয়েছো এ অহংকার

পেয়েছি বিত্ত, পেয়েছি আরো নাম;

বলো আবার, ‘এতো রুষ্ট ব্যবহার?’

‘তোর স্থান শুধু ঐ নরকধাম’।

দিয়েছো প্রতুল হীরা জহরত

তাই এতো গর্ব আনন্দ অসীম;

বলো আবার, ‘কোথায় মহব্বত’

গর্দান যাবে কাটা, পাঠাচ্ছি ভীম।

কাউকে দিয়েছো বিশাল সাম্রাজ্য

তাই এতো এই প্রতাপ শোষণ;

কখনো করে না মানুষকে গ্রাহ্য

বলো আবার, ‘হবেই তোর মরণ’।

ক্ষুদ্র প্রবাল, জন্ম সমুদ্র কোণে

মানুষে লুটে রক্তে গড়া প্রবাল

তাতে কোন দুঃখ নেই তোমার মনে

করো তছনছ তার বাস চিরকাল।

আর ঐ ঝিনুক, কি কষ্ট জীবন

সারা বেলা পালায়, আড়াল খুঁজে

বুক চিড়ে তার, মোতি অন্বেষণ;

হেন দুঃসময়ে তুমি চোখ বুজে।

লোভ লালসা জন্ম দিয়েছো তুমি

দিয়েছো বনানী এই জলাভূমি;

বলো আবার, ‘নেই আমার প্রেমী’

তবে কৈ শান্তি সরল পথ চুমি ?

 অহংকার কবিতাটি কোন কাব্যগ্রন্থের

প্রিয় পাঠক  অহংকার কবিতাটি কোন কাব্যগ্রন্থ নেয়া হয়েছে সেই সম্পর্কে আমরা কোন সঠিক তথ্য সংগ্রহ করতে পারিনি তাই আপনাদের এই সঠিক উত্তরটি  দিতে পারতেছি না তবে আপনারা চাইলে এর উত্তরটি গুগল থেকে সংগ্রহ করে নিতে পারেন। ৫০০ টাকার কেনাকাটায় ১০,০০০ টাকার মোবাইল জিতুন কিনতে ভিজিট করুন – Gazivai.com – গাজী ভাই ডট কম

অহংকার কবিতা

অহংকার কবিতার মূলভাব

অহংকার কবিতাটির কবি সাইদুর রহমান । এ কবিতা টি আমরা ইতিমধ্যে তুলে ধরেছি আশা করি আপনি কবিতাটি দেখে নিতে পারবেন ।

অহংকার কবিতা লিরিক্স

অহংকার কবিতা লিরিক্স আপনি বিভিন্ন মাধ্যমে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিতে পারবেন আমাদের আর্টিকেলটিতে আমরা অহংকার কবিতা ও অহংকার কবিতার লিরিক্স তুলে ধরেছি ।

অহংকার কবিতা আবৃত্তি

আমাদের এই আর্টিকেলটিতে আমরা শুধুমাত্র অহংকার কবিতাটি তুলে ধরেছি এই কবিতাটির আবৃত্তি আপনি youtube থেকে কিংবা আরো বিভিন্ন মাধ্যম থেকে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিবেন ।

অহংকার কবিতা সাইদুর রহমান

এই কবিতাটি সম্পর্কে আপনার মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে আপনি আমাদেরকে সহযোগিতা করতে পারেন আশা করি মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করবেন ।