Description
জরায়ু মুখ খোলার লক্ষণ বা কোন কোন বিষয়গুলো দেখে আপনি বুঝতে পারবেন আপনি অতি শীঘ্রই মা হতে চলেছেন বা আপনার প্রসব অতিশীঘ্রই হতে চলেছে তো চলুন এ বিষয়ে সংগৃহীত তথ্যগুলো জেনে নেয়া যায় ।
জরায়ু মুখ খোলার লক্ষণ
গর্ভজাতর “নিচের দিকে পড়া”
এটা এমন একটা ঘটনা যা আপনার সন্তানের জন্মের কিছু সপ্তাহ আগে হবে যখন বুঝবেন সন্তান শ্রোণীর দিকে নেমে আসে।আপনি এটা বুঝবেন যখন দেখবেন বারবার আপনি প্রস্রাব করছেন।এটা আপনার প্রসবের শুরু হওয়ার এক আভাস।
জরায়ুর প্রসারণ:
আপনার জরায়ুও একটা পদ্ধতির মধ্যে দিয়ে যায় সন্তানের জন্মের আগে।আপনার জরায়ু বড় হয় এবং পাতলা হয় বেশ কিছুদিন ধরে প্রসবের জন্য প্রস্তুত হতে।এটা প্রতি মায়ের জন্য আলাদা হয়।
পেশীতে ক্রাম্প ও পিঠে ব্যাথা:
এটা প্রসব শুরু হওয়ার একটা বড় লক্ষণ।বিশেষ করে যদি এটা আপনার প্রথম প্রসব না হয়।আপনার পেশীতে ক্র্যাম্পের অনুভূতি হয় এবং কুঁচকিতে ও পিঠের নিচের দিকে ব্যথা হবে।
গাঁটগুলো হালকা লাগা:
আরেকটা লক্ষণ যে আপনার প্রসব শুরু হতে চলেছে সেটা হল গাঁটগুলো আলগা বোধ করা।রিল্যাক্সিন হরমোন পুরো সময়টা কাজ করে যাতে আপনার লিগামেন্ট নরম ও হালকা হয়।
ডাইরিয়া:
রিল্যাক্সিন হরমোন আপনার মলদ্বারের পেশীগুলোর আরাম দেয়।এর ফলে আপনার পেটের মধ্যে একটু হালকা গোলযোগের সৃষ্টি হয়।এটা আপনার প্রসব শুরু হওয়ার একটা বড় ইঙ্গিত।
ওজন বাড়া বন্ধ হওয়া:
আপনার গর্ভাবস্থার শেষের দিকে হঠাৎ করে খুব ওজন বেড়ে যায়। এরপর আপনি লক্ষ্য করবেন এক সময় ওজনটা একই জায়গায় আটকে গেছে। এটা কিন্ত বাচ্চার ওজন বাড়াতে কোনফ বাধা সৃষ্টি করবেনা,
বেশি ক্লান্ত বোধ করা:
আপনার গর্ভাবস্থার শুরুতে যতটা ক্লান্ত লাগত তার চেয়ে অনেক বেশি ক্লান্ত বোধ করবেন এখন।ব্লাডারের সক্রিয়তা ও ক্লান্তি কিছু কারণ এর।আবার কিছু কিছু মায়ের হঠাৎ হয় অফুরন্ত শক্তি।
যোনি স্রাবের রঙ বদল:
আপনার যে প্রসব শুরু হয়ে গেছে সেটা বোঝার আরও একটা উপায় হল, দেখবেন যে আপনার যোনি স্রাব আগের থেকে অনেক বেশি গাঢ় হয়ে গেছে।লক্ষ করে দেখবেন আপনার শ্লৈষ্মিক প্লাগ আর নেই।
ঘনঘন সঙ্কোচন অনুভব করা:
যত দিন এগিয়ে আসবে দেখবেন আপনার সঙ্কোচন বেড়ে চলেছে।পিঠের পিছন দিকে থেকে তলপেটের নিচের দিকে আস্তে আস্তে সঙ্কোচনটা ঘুরে বেড়াবে।এগুলোই লক্ষণ যে আপনার প্রসব শুরু হচ্ছে ,
জলের স্তর ভেঙে যাওয়া:
অনেকর কাছেই যে মুহুর্তে প্রসব যণ্ত্রণা শুরুর চিহ্ন বলা হয়, এটাই সব চেয়ে আগে মনে পড়ে।কিন্ত এটা সত্যি নয়।জলের স্তরটা ভাঙে হয়ত মাত্র ১৫ শতাংশ ক্ষেত্রে।তাই প্রসব শুরুর ইঙ্গিত হিসেবে এটা ঘটবেই এমন নয়।
Reviews
There are no reviews yet.