ফজরের নামাজের নিয়ত বাংলা

ফজরের নামাজের নিয়ত বাংলা । ফজরের নামাজের নিয়ম

ফজরের নামাজের নিয়ত বাংলা , ফজরের নামাজের নিয়ম আসসালামুয়ালাইকুম পাঠক বৃন্দ। আশা করি সবাই ভাল আছেন। আজ আমাদের আলোচনার বিষয় হলো ফজরের নামাজের নিয়ত সম্পর্কে। নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি অন্যতম ইবাদত। আমরা সবাই জানি, নামাজ বেহেশতের চাবি। নামাজ মুসলিমদের একটি অবশ্য পালনীয় ইবাদত।

প্রত্যেক মুসলিম নর-নারী দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার নিকট নিজেকে নিবেদিত করে। পবিত্র কোরআনে মোট ৮২ বার নামাজের কথা বলা হয়েছে। এতে বোঝা যায় এটি কতটা গুরুত্বপূর্ণ।পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ব্যক্তি আল্লাহ তায়ালার নিকট অধিক প্রিয়।

এছারা আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে ভালোবাসেন তাহলে ভিজিট করতে পারেন আমাদের ই-কমার্স ওয়েবসাইট আমাদের ই-কমার্স ওয়েবসাইট এর ঠিকানা হচ্ছে। Gazivai.com এ মেয়েদের থ্রি-পিস ৪৫০ টাকা কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন 

ফজরের নামাজের নিয়ত বাংলা

ফজরের নামাজের নিয়ত বাংলা

প্রত্যেক নামাজের পূর্বে নিয়ত করে নেয়া জরুরি। ফজরের নামাজের নিয়ত হিসেবে যে দোয়া পড়তে হয় তা হলো:

সুন্নত নামাজের ক্ষেত্রে নিয়ত:

“নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি,, সুন্নাতু রাসুলিল্লাহি তাআলা মুতাওয়াজজিহান্ ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।”

বাংলা অর্থ:
“ক্বিবলামুখি হয়ে ফজরের সুন্নত নামাজ আদায়ের উদ্দেশ্যে নিয়ত করলাম , আল্লাহু আকবার।”Gazivai.com এ ৪৫ টাকা থেকে জুতার দাম শুরু কিনতে এক্ষুনি ক্লিক করুন – এখনই কিনুন 

ফজরের নামাজের নিয়ত বাংলা

ফরজ নামাজের ক্ষেত্রে নিয়ত:

“নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি,, ফারজুল্লাহি তাআলা মুতাওয়াজজিহান্ ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।”

বাংলা অর্থ:
“ক্বিবলামুখি হয়ে ফজরের ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে নিয়ত করলাম , আল্লাহু আকবার।”

ফজরের নামাজের নিয়ম

এবার আসি ফজরের নামাজ কিভাবে পড়তে হয় তা নিয়ে আলোচনা করা যাক। সূর্যোদয়ের পূর্বে ফজরের নামাজ আদায় করতে হয়।ফজরের সময় শুরু হয় সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য উঠার আগ পর্যন্ত।

আল্লাহ তায়ালা আল-কুরআনে বলেছেন :- “তোমরা সালাত কায়েম করো দিবসের দুই প্রান্তে রজনীর কিছু অংশ অতিবাহিত হওয়ার পর। অবশ্যই সৎকর্ম অসৎকর্মকে মিটিয়ে দেয়।উপদেশ গ্রহনকারীদের জন্য এ এক উপদেশ।” (সূরা হুদ-১১:১১৪) Gazivai.com এ  ৫০০ টাকা  চুল ও গোপন অঙ্গের পশম কাটার ট্রিমার কিনতে ক্লিক – এখনই কিনুন

ফজরের নামাজের নিয়ত বাংলা

ফজরের সময় দিন ও রাতের ফেরেশতাগণ উপস্থিত হন। তাই এ সময়ের নামাজ অধিক উত্তম। সব নামাজ আদায়ের পূর্বেই আগে অজু করে নিতে হয়। আর ফজরের সুন্নত ও ফরজ নামাজের নিয়ম একই। শুধু নিয়ত আলাদা।

✓ফজরের নামাজের পূর্বে ঠিকমতো ওজু করে পাক-পবিত্র হয়ে নিতে হবে।

✓তারপর জায়নামাজে দাঁড়িয়ে নিয়ত পড়ে নিতে হবে।

✓আরবি নিয়ত পড়া মুস্তাহাব।নিয়ত পড়ে কান বরাবর হাত উঠিয়ে “আল্লাহু আকবার” বলে হাত বাঁধতে হবে।

✓তারপর সানা পড়তে হবে।

সানা:
“সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়াতা ওয়া রাকাসমুকা ওয়া তায়ালা জাদ্দুকা ওয়া লা-ইলাহা গাইরুক”

✓ এরপর সূরা ফাতিহা পাঠ করে সাথে যেকোনো সূরা মিলিয়ে পড়ে নিতে হবে।

✓এরপর “আল্লাহু আকবার” বলে রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার পর তিনবার পড়তে হবে “সুবহানাকা রব্বিয়াল আযিম”।

✓ “সামিয়াল্লাহু লিমান হামিদাহ্” পড়ে রুকু থেকে উঠে “রব্বানা লাকাল হামদ” পড়ে সিজদায় যেতে হবে।

✓ সিজদায় গিয়ে তিনবার “সুবহানা রব্বিয়াল আ’লা” পড়তে হবে।

✓ সিজদাহ থেকে উঠে সোজা হয়ে বসে পুনরায় সিজদায় যেতে হবে।আগের নিয়মে তাসবিহ পাঠ করতে হবে।

✓এরপর “আল্লাহু আকবার” বলে দাড়িয়ে যেতে হবে।

✓এভাবে প্রথম রাকাত শেষ হলো। দ্বিতীয় রাকাত ও একই নিয়মে পড়তে হবে।

✓ দ্বিতীয় রাকাতের শেষে সিজদাহ থেকে উঠে বসে থাকতে হবে।

✓বসে তাশাহুদ পাঠ করতে হবে।

তাশাহুদ:
“আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তায়্যিবাতি আসসালামুয়ালাইকা আয়্যুহান নাবিয়্যু ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্। আসসালামুয়ালাইনা আ’লা ইবাদিল্লাহিস সুয়ালিহিন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রসূলুহ্”

এখানে (আশহাদু আল্লাহ ইলাহা) বলার সময় ডান হাতের শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠাতে হবে।

✓এরপর দরূদ শরীফ পাঠ করতে হবে।

আমরা চেষ্টা করেছি আজকের পোস্ট এর সাহায্যে সবাইকে ফজরের নামাজের নিয়ত বাংলা সম্পর্কে জানাতে। অন্যদিকে ফজরের নামাজের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে। সবার সাথে পোস্টটি শেয়ার করুন যাতে সবাই ফজরের নামাজের নিয়ত বাংলা সম্পর্কে বিস্তারিত জানতে পারে।