ফজরের নামাজের নিয়ত আরবি

ফজরের নামাজের নিয়ত আরবি । ফজরের নামাজের নিয়ম

ফজরের নামাজের নিয়ত আরবি , ফজরের নামাজের নিয়ম, নামাজ ইসলাম ধর্মের প্রধান ইবাদত। প্রতিদিন ৫ ওয়াক্ত (নির্দিষ্ট নামাযের নির্দিষ্ট সময়) নামাজ পড়া প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক বা ফরয‌।

নামায ইসলামের পঞ্চস্তম্ভের একটি। শাহাদাহ্‌ বা বিশ্বাসের পর নামাযই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাই সকলের জন্য সঠিক ভাবে নামাজ আদায় করা আবশ্যক। জেনে নিন পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ত

এছারা আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে ভালোবাসেন তাহলে ভিজিট করতে পারেন আমাদের ই-কমার্স ওয়েবসাইট আমাদের ই-কমার্স ওয়েবসাইট এর ঠিকানা হচ্ছে। Gazivai.com এ মেয়েদের থ্রি-পিস ৪৫০ টাকা কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন 

ফজরের নামাজের নিয়ত আরবি

ফজরের নামাজের নিয়ত আরবি

প্রত্যেক নামাজের পূর্বে নিয়ত করে নেয়া জরুরি। ফজরের নামাজের নিয়ত হিসেবে যে দোয়া পড়তে হয় তা হলো:

সুন্নত নামাজের ক্ষেত্রে নিয়ত:

“নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি,, সুন্নাতু রাসুলিল্লাহি তাআলা মুতাওয়াজজিহান্ ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার। ”বাংলা অর্থ: “ক্বিবলামুখি হয়ে ফজরের সুন্নত নামাজ আদায়ের উদ্দেশ্যে নিয়ত করলাম , আল্লাহু আকবার।”

ফরজ নামাজের ক্ষেত্রে নিয়ত:

“নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি,, ফারজুল্লাহি তাআলা মুতাওয়াজজিহান্ ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।” বাংলা অর্থ: “ক্বিবলামুখি হয়ে ফজরের ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে নিয়ত করলাম , আল্লাহু আকবার।” Gazivai.com এ  ৫০০ টাকা  চুল ও গোপন অঙ্গের পশম কাটার ট্রিমার কিনতে ক্লিক – এখনই কিনুন

ফজরের নামাজের নিয়ত আরবি

ফজরের নামাজের নিয়ম

এবার আসি ফজরের নামাজ কিভাবে পড়তে হয় তা নিয়ে আলোচনা করা যাক। সূর্যোদয়ের পূর্বে ফজরের নামাজ আদায় করতে হয়।ফজরের সময় শুরু হয় সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য উঠার আগ পর্যন্ত।

আল্লাহ তায়ালা আল-কুরআনে বলেছেন :- “তোমরা সালাত কায়েম করো দিবসের দুই প্রান্তে রজনীর কিছু অংশ অতিবাহিত হওয়ার পর। অবশ্যই সৎকর্ম অসৎকর্মকে মিটিয়ে দেয়।উপদেশ গ্রহনকারীদের জন্য এ এক উপদেশ।” (সূরা হুদ-১১:১১৪)

ফজরের সময় দিন ও রাতের ফেরেশতাগণ উপস্থিত হন। তাই এ সময়ের নামাজ অধিক উত্তম। সব নামাজ আদায়ের পূর্বেই আগে অজু করে নিতে হয়। আর ফজরের সুন্নত ও ফরজ নামাজের নিয়ম একই। শুধু নিয়ত আলাদা। Gazivai.com এ ফর্সা হওয়ার ক্রিম ও বডি লোশন কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন 

ফজরের নামাজের নিয়ত আরবি

✓ফজরের নামাজের পূর্বে ঠিকমতো ওজু করে পাক-পবিত্র হয়ে নিতে হবে।

✓তারপর জায়নামাজে দাঁড়িয়ে নিয়ত পড়ে নিতে হবে।

✓আরবি নিয়ত পড়া মুস্তাহাব।নিয়ত পড়ে কান বরাবর হাত উঠিয়ে “আল্লাহু আকবার” বলে হাত বাঁধতে হবে।

✓তারপর সানা পড়তে হবে।

সানা:
“সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়াতা ওয়া রাকাসমুকা ওয়া তায়ালা জাদ্দুকা ওয়া লা-ইলাহা গাইরুক”

✓ এরপর সূরা ফাতিহা পাঠ করে সাথে যেকোনো সূরা মিলিয়ে পড়ে নিতে হবে।

✓এরপর “আল্লাহু আকবার” বলে রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার পর তিনবার পড়তে হবে “সুবহানাকা রব্বিয়াল আযিম”।

✓ “সামিয়াল্লাহু লিমান হামিদাহ্” পড়ে রুকু থেকে উঠে “রব্বানা লাকাল হামদ” পড়ে সিজদায় যেতে হবে।

✓ সিজদায় গিয়ে তিনবার “সুবহানা রব্বিয়াল আ’লা” পড়তে হবে।

✓ সিজদাহ থেকে উঠে সোজা হয়ে বসে পুনরায় সিজদায় যেতে হবে।আগের নিয়মে তাসবিহ পাঠ করতে হবে।

✓এরপর “আল্লাহু আকবার” বলে দাড়িয়ে যেতে হবে।

✓এভাবে প্রথম রাকাত শেষ হলো। দ্বিতীয় রাকাত ও একই নিয়মে পড়তে হবে।

✓ দ্বিতীয় রাকাতের শেষে সিজদাহ থেকে উঠে বসে থাকতে হবে।

✓বসে তাশাহুদ পাঠ করতে হবে।

তাশাহুদ:
“আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তায়্যিবাতি আসসালামুয়ালাইকা আয়্যুহান নাবিয়্যু ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্। আসসালামুয়ালাইনা আ’লা ইবাদিল্লাহিস সুয়ালিহিন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রসূলুহ্”

এখানে (আশহাদু আল্লাহ ইলাহা) বলার সময় ডান হাতের শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠাতে হবে।

✓এরপর দরূদ শরীফ পাঠ করতে হবে।

দরূদ শরীফ:
“আল্লাহুম্মা সল্লিয়ালা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা আলা ইব্রাহীম ওয়ালা আলি ইব্রাহীম ইন্নাকা হামিদুম্মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারতকা আলা ইব্রাহীম ওয়ালা আলি ইব্রাহীম ইন্নিকা হামিদুম্মাজিদ।”

✓এরপর দুআ মাসূরা পাঠ করতে হবে।

দুআ মাসূরা:
“আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি জুলমান কাসিরা ওয়ালা ইয়াগফিরুজ্ জুনুবা ইল্লা আন্তা ফাগফিরলী মাগফিরাতাম মিন ইন্দিকা ওয়ার হামনী ইন্নাকা আন্তাল গাফুরুর রাহীম।”

✓দুআ মাসূরা শেষ করে দুদিকে সালাম ফিরাতে হবে।আগে ডান দিকে ও পড়ে বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে।

আমরা চেষ্টা করেছি আজকের পোস্ট এর সাহায্যে সবাইকে ফজরের নামাজের নিয়ত আরবি সম্পর্কে জানাতে। অন্যদিকে ফজরের নামাজের নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে। সবার সাথে পোস্টটি শেয়ার করুন যাতে সবাই ফজরের নামাজের নিয়ত আরবি সম্পর্কে বিস্তারিত জানতে পারে।