মসজিদ কমিটির ব্যাংক একাউন্ট রেজুলেশন

মসজিদ কমিটির ব্যাংক একাউন্ট রেজুলেশন

মসজিদ কমিটির ব্যাংক একাউন্ট রেজুলেশন কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হয় তবে আপনি এই পদ্ধতি গুলো সম্পর্কে বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারবেন আমাদের আর্টিকেলটিতে আমরা শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে কিছু তথ্য তুলে ধরছি যা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে আপনি আরও বিভিন্ন মাধ্যম ব্যবহার করে তথ্যগুলো জেনে নিতে পারেন 

মসজিদ কমিটির ব্যাংক একাউন্ট রেজুলেশন

মসজিদের হিসাব খোলার জন্য প্রথমে মসজিদ কমিটি একটি রেজ্যুলেশন করবে।সেখানে কোন ব্যাংকের কোন শাখায় হিসাব খোলা হবে তা পরিষ্কার উল্লেখ থাকবে। তার পর কারা কারা হিসাব পরিচালনায় থাকবেন, কয়জনের স্বাক্ষরে হিসাব পরিচালিত হবে তা উল্লেখ থাকবে রেজ্যুলেশনে। এছাড়া প্রত্যেক পরিচালকের ২ কপি ছবি ও ১ এক কপি করে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। ধন্যবাদ। Gazivai.com এ  ৫০০ টাকা থেকে  মেয়েদের – গুপ্ত –  স্থান মেয়েদের পু -শি  কিনতেএখনই কিনুন

মসজিদ কমিটির ব্যাংক একাউন্ট রেজুলেশন

মসজিদ কমিটির ব্যাংক একাউন্ট রেজুলেশন এই সংক্রান্ত আমাদের তথ্যটি একেবারেই সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হয়েছে আপনি চাইলে তথ্য সংক্রান্ত যেকোন প্রশ্ন জিজ্ঞাসা কিংবা মন্তব্য অবশ্যই আমাদেরকে জানাতে পারেন ? Gazivai.com এ  ৫০০ টাকা  চুল ও গোপন অঙ্গের পশম কাটার ট্রিমার কিনতে ক্লিক – এখনই কিনুন

একটি সফল রেজুলেশন লেখার জন্য ৫টি ধাপ রয়েছে ।
১. প্রতিষ্ঠানের প্যাড ।
২.ভূমিকা ।
৩. আলোচ্য সূচি ।
৪. উপস্থিতি স্বাক্ষর ।
৫. সিদ্ধান্তাবলি ।

মসজিদ কমিটির ব্যাংক একাউন্ট রেজুলেশন

১. প্রতিষ্ঠানের প্যাড:

এখানে সবার উপরে বড় করে বাংলা ও ইংরেজিতে সংগঠন বা প্রতিষ্ঠানের নাম লিখে নিচে ঠিকানা লিখতে হবে ।
২.ভূমিকা :
ভূমিকায় লিখতে হবে আজ ……….. (তারিখ) (রোজ)………. (সময়)…………(স্থান)…………… (সংগঠন বা প্রতিষ্ঠান প্রধানের নাম যার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়েছে) এর সভাপতিত্ব এক………….(বৈঠকের ধরন) বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে নিম্নোক্ত বিষয়ে আলোচনা পূর্বক সিদ্ধান্ত গ্রহন করা হয় ।
৩. আলোচ্য সূচি:
এ অংশে বৈঠকের আলোচনার বিষয় বস্তু ধারাবাহিক ভাবে লিখতে হবে ।
৪. উপস্থিতি স্বাক্ষর:
কমিটির সকলের নাম পদবীসহ ধারাবাহিক ভাবে লিখে সকলের স্বাক্ষর করতে হবে । উল্লেখ্য- উপস্থিত বা অনুপস্থিত সকলের নাম তালিকায় থাকবে । বৈঠকে অনুপস্থিত যারা থাকবেন তাদের স্বাক্ষরের ঘরে সাধারণ সম্পাদক অথবা উপস্থাপক বৈঠক শেষে ক্রস চিহ্ন দিবেন ।
৫. সিদ্ধান্তাবলি:
আলোচ্য বিষয়াদির ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তাবলি ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করতে হবে । কী কী সিদ্ধান্ত নেয়া হয়েছে তার একটি তালিকা উল্লেখ করবেন। চেষ্টা করবেন তালিকা যথাসম্ভব সহজ, সংক্ষিপ্ত এবং প্রাঞ্জল ভাষায় লিখতে।