আয়না কবিতা

আয়না কবিতা । প্রবীর রায়

আয়না কবিতা   , আজকের আর্টিকেলটিতে আমরা জানব এই কবিতাটি সম্পর্কে কবিতাটির লেখক কে এবং কবিতাটি সম্পর্কে বিস্তারিত তো চলুন প্রথমেই কবিতাটি সম্পর্কে জেনে নেয়া যাক ।

এছারা ও আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন । তাহলে ভিজিট করতে পারেন আমাদের গাজী ভাই ডটকম এর মূল হোম পেজ এবং কিনতে পারেন দেশের সবচাইতে কম দামে যাবতীয় নৃত্য প্রয়োজনে প্রোডাক্ট। Gazivai.com এ ব্রান্ডের ঘড়ি মাত্র ৯০০ টাকা কিনতে ক্লিক করুন – এখনই কিনুন

আয়না কবিতা

           –  প্রবীর রায়

ওগো আয়না!

তোমায় বলি তুমি জগতের ঢাল,

তোমাতে দেখি মুখ ভবিষ্যতের হাল।

অঙ্গের কালি নিবারণ করো সামনে তা এনে,

সাজাও সবে নিদারুণ ভাবে আলো নয়নে।

ওগো আয়না!

তোমার সাথী মানুষ মেকাপ সদা রহে চিরনি,

বদনখানি ফাকি দিয়ে কখনো মনকে দ্যাখোনি।

দেহ না দেখে মনকে যদি কোনোদিন হেরা যেত,

তবে কি ধরায় এতটা পাপী,অত্যাচারী ঠাঁই পেত।

ওগো আয়না!

করিনি বায়না নিজ গহীনে ঝাঁকো,

কল্পনাতে প্রশ্ন করো? রঙিন স্বপ্ন আঁকো।

ঘুচতো তখন সমাজ কালিমা,মন পরিষ্কার হতো,

অন্ধ নয় করে অভিনয়,প্রতিবিম্ব বলে দিতো।।

আয়না কবিতাটি কোন কাব্যগ্রন্থের

প্রিয় পাঠক আয়না কবিতাটি কোন কাব্যগ্রন্থ নেয়া হয়েছে সেই সম্পর্কে আমরা কোন সঠিক তথ্য সংগ্রহ করতে পারিনি তাই আপনাদের এই সঠিক উত্তরটি  দিতে পারতেছি না তবে আপনারা চাইলে এর উত্তরটি গুগল থেকে সংগ্রহ করে নিতে পারেন । Gazivai.com এ টি-শার্ট ও পাঞ্জাবি মাত্র ২৯৯ টাকা কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন

আয়না কবিতার মূলভাব

আয়না কবিতাটির কবি প্রবীর রায় । এ কবিতা টি আমরা ইতিমধ্যে তুলে ধরেছি আশা করি আপনি কবিতাটি দেখে নিতে পারবেন । Gazivai.com এ বোরকা হিজাব মাত্র ৪৯৯ টাকা কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন

আয়না কবিতা লিরিক্স

আয়না কবিতা লিরিক্স আপনি বিভিন্ন মাধ্যমে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিতে পারবেন আমাদের আর্টিকেলটিতে আমরা আয়না কবিতা ও আয়না কবিতার লিরিক্স তুলে ধরেছি । Gazivai.com এ মেয়েদের ডায়াপার ও ন্যাপকিন ৮০ টাঁকা মাত্র কিনতে কিনতে ক্লিক – এখনই কিনুন

আয়না কবিতা আবৃত্তি

আমাদের এই আর্টিকেলটিতে আমরা শুধুমাত্র আয়না কবিতাটি তুলে ধরেছি এই কবিতাটির আবৃত্তি আপনি youtube থেকে কিংবা আরো বিভিন্ন মাধ্যম থেকে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিবেন । Gazivai.com এ গোপন অঙ্গের পশম কাটার ট্রিমার ৫০০ টাকা কিনতে ক্লিক – এখনই কিনুন

আয়না কবিতা প্রবীর রায়

এই কবিতাটি সম্পর্কে আপনার মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে আপনি আমাদেরকে সহযোগিতা করতে পারেন আশা করি মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করবেন ।