মন কবিতা

মন কবিতা । রুবিনা মজুমদার

মন কবিতা   , আজকের আর্টিকেলটিতে আমরা জানব এই কবিতাটি সম্পর্কে কবিতাটির লেখক কে এবং কবিতাটি সম্পর্কে বিস্তারিত তো চলুন প্রথমেই কবিতাটি সম্পর্কে জেনে নেয়া যাক ।

এছারা ও আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন । তাহলে ভিজিট করতে পারেন আমাদের গাজী ভাই ডটকম এর মূল হোম পেজ এবং কিনতে পারেন দেশের সবচাইতে কম দামে যাবতীয় নৃত্য প্রয়োজনে প্রোডাক্ট। Gazivai.com এ ২ পিস চামড়ার বেল্ট মেশিন সহ ৫৫০ টাকা কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন

মন কবিতা

   – রুবিনা মজুমদার

যখন মনের ভিতর বসত করে শুধু একজনা ,

আমি তাতে পাই যে জামিন

মনটা পায় জেলখানা ।

যদি মনের ভিতর আঁকা থাকে

কারো জল রঙ্গা ছবি …

থর- থোরিয়ে কাঁপে এ মন ,

যেন উদাস কোনো কবির ।

মনের কাঁদন , মনের বেদন

মনের ভিতরে …,

মনের জ্বলন , মনের অনল

মনের গভীরে …।

মনের সুখে হাসি কখনো

আবার মনের দুঃখে কাঁদি ।

সুখ – দুঃখের দোলায় দোলে

কেবল মনটাকে বাঁধি ।

মনের শক্তি বড় শক্তি

মনের মাঝেই মনের তৃপ্তি ।

ভেঙ্গে গেলে মনের সকল ভুল ভ্রান্তি

মনটা পায় যেন একটু প্রশান্তি ।

মনের মানুষ বিরাজ করে মনের ভিতরে

মনটা আমায় ভুলিয়ে রাখে মনের আদরে ।

মনের মাঝে মনের সাধন

মনের কাছে আমি অধম ।

মনটা যখন হয়ে পড়ে অতি স্বার্থপর

আমি তখন ভুলে যাই কেবা আপন কেবা পর।

মনটাকে বুঝাই কতো , মন যে বুঝে না ,

এই দুনিয়ায় কেহ নয় তোমার আপন জনা ।

মনের সাথে নিশীত রাতে

হারিয়ে যাই কল্পনাতে ।

কল্পনাতে মনটা আমার চাঁদ চুয়ানো মুখ ,

মনের ঘোরে জড়িয়ে রাখে, সেইতো পরম সুখ ।

মনের ঘরে জখম হলে ,

মনেতে হয় রক্তক্ষরণ ,

মনের আঁধারে তখন হয় মনেরই মরণ ।

দেহ আমার নীরব খাঁচা

মনটা হলো প্রানের সখা ।

মনটা যখন হারিয়ে যায় অসীম সীমানায় ,

মনটাকে বুঝাই আমি বসে নিরালায় ।

মনের ধরন , মনের গড়ন, বুঝা বড় দায় ,

মনের ইচ্ছায় সবই হয় এই দুনিয়ায় ।

আজো বুঝলাম না আমি মনেরই ধরন ,

তাইতো প্রনাম করি আমি মনেরই চরণ ।

মনরে মন ,মনরে মন …………

তুই কোথায় বন্ধি আছিস আজীবন ?

আমার সাথে কেনো করিস এতো ছল অকারণ ।।

 মন কবিতাটি কোন কাব্যগ্রন্থের

প্রিয় পাঠক মন কবিতাটি কোন কাব্যগ্রন্থ নেয়া হয়েছে সেই সম্পর্কে আমরা কোন সঠিক তথ্য সংগ্রহ করতে পারিনি তাই আপনাদের এই সঠিক উত্তরটি  দিতে পারতেছি না তবে আপনারা চাইলে এর উত্তরটি গুগল থেকে সংগ্রহ করে নিতে পারেন। Gazivai.com এ ব্রান্ডের ঘড়ি মাত্র ৯০০ টাকা কিনতে ক্লিক করুন – এখনই কিনুন 

মন কবিতার মূলভাব

মন কবিতাটির কবি রুবিনা মজুমদার । এ কবিতা টি আমরা ইতিমধ্যে তুলে ধরেছি আশা করি আপনি কবিতাটি দেখে নিতে পারবেন । Gazivai.com এ টি-শার্ট ও পাঞ্জাবি মাত্র ২৯৯ টাকা কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন

মন কবিতা লিরিক্স

মন কবিতা লিরিক্স আপনি বিভিন্ন মাধ্যমে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিতে পারবেন আমাদের আর্টিকেলটিতে আমরা মন কবিতা ও মন কবিতার লিরিক্স তুলে ধরেছি । স্কুল-কলেজের পাঠ্যপুস্তক দেশি-বিদেশি বিখ্যাত বই কিনতে ক্লিক করুন – এখনি কিনুন 

মন কবিতা আবৃত্তি

আমাদের এই আর্টিকেলটিতে আমরা শুধুমাত্র মন কবিতাটি তুলে ধরেছি এই কবিতাটির আবৃত্তি আপনি youtube থেকে কিংবা আরো বিভিন্ন মাধ্যম থেকে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিবেন । ৫০০ টাকার কেনাকাটায় ১০,০০০ টাকার মোবাইল জিতুন কিনতে ভিজিট করুন – Gazivai.com – গাজী ভাই ডট কম

মন কবিতা রুবিনা মজুমদার

এই কবিতাটি সম্পর্কে আপনার মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে আপনি আমাদেরকে সহযোগিতা করতে পারেন আশা করি মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করবেন ।