মাগরিবের ফরজ নামাজের নিয়ত

মাগরিবের ফরজ নামাজের নিয়ত । মাগরিবের নামাজ কয় রাকাত

মাগরিবের ফরজ নামাজের নিয়ত , মাগরিবের নামাজ কয় রাকাত মাগরিবের নামাজ (আরবি: صلاة ‌ المغرب‎‎; সালাতুল মাগরিব) মুসলিমদের অবশ্য পালনীয় দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের অন্যতম। নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম। দৈনিক নামাজগুলোর মধ্যে এটি চতুর্থ। এটি সূর্যাস্তের পর আদায় করা হয়।

প্রত্যেক মুসলিম নর-নারীর উচিত দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা। এটি ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি অন্যতম ফরজ ইবাদত। একমাত্র নামাজের মাধ্যমেই দুনিয়া ও আখেরাতের কল্যাণ নিশ্চিত করা সম্ভব।

এছাড়াও আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে ভালোবাসেন তাহলে ভিজিট করতে পারেন আমাদের ই-কমার্স ওয়েবসাইট আমাদের ই-কমার্স ওয়েবসাইট এর ঠিকানা হচ্ছে।Gazivai.com এ ২ পিস প্যান্টের বেল্ট মেশিন ৫৫০ টাকা কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন

মাগরিবের ফরজ নামাজের নিয়ত

মাগরিবের ফরজ নামাজের নিয়ত

نَوَيْتُ اَنْ اُصَلِّىَ لِلَّهِ تَعَا لَى ثَلَثَ رَكْعَتِ صَلَوةِ الْمَغْرِبِ فَرْضُ اللَّهِ تَعَا لَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ-

উচ্চারণঃ নাওয়াইতুয়ান উসালি্লয়া লিল্লাহি তা’আলা সালাছা রাকায়াতি ছালাতিল মাগরিবে ফারযুল্লাহি তায়ালা মোতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহু আকবার।

অনুবাদ: মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়্যত করলাম, আল্লাহু আকবার। Gazivai.com এ  ৫০০ টাকা  চুল ও গোপন অঙ্গের পশম কাটার ট্রিমার কিনতে ক্লিক – এখনই কিনুন

মাগরিবের ফরজ নামাজের নিয়ত

মাগরিবের নামাজ কয় রাকাত

মাগরিবের নামাজ মোট ৭ রাকাত। প্রথম তিন রাকাত ফরজ , পরে দুই রাকাত সুন্নত। তবে এর পরে চাইলে দুই রাকাত নফল নামাজ পড়া যায়। এই ধারাবাহিকতায় মাগরিবের নামাজ আদায় করতে হয়। যারা মুসাফির রয়েছেন তারা শুধু মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ আদায় করলেই হবে।

তিন রাকাত ফরজ নামাজের পর যে সুন্নত নামাজ আদায় করতে হয় তাকে বলা হয় সুন্নতে মুয়াক্কাদা। সুন্নতে মুয়াক্কাদার অর্থ হলো – দৃঢ় নির্দেশিত সুন্নত। অর্থাৎ যে নামাজ আদায়ের জন্য শরিয়ত দৃঢ়ভাবে গুরুত্ব আরোপ করেছে। এটি আদায় না করলে গুনাহ হবে না তবে আদায় করলে অনেক সওয়াব পাওয়া যায়। তাই এটি বিনা কারণে ত্যাগ না করাই ভালো।

আর নফল অর্থ হচ্ছে – অতিরিক্ত। অর্থাৎ ফরজ ও সুন্নত নামাজের পাশাপাশি অতিরিক্ত যে নামাজ আদায় করা হয় তাকে নফল নামাজ বলে। স্কুল-কলেজের পাঠ্যপুস্তক দেশি-বিদেশি বিখ্যাত বই কিনতে ক্লিক করুন – এখনি কিনুন 

মাগরিবের ফরজ নামাজের নিয়ত

ফরজ নামাজ আদায়ের নিয়ম

ওযু করে পাকপবিত্র হয়ে ক্বিবলামুখী হয়ে জায়নামাজে দাঁড়াতে হবে ‌।
এরপর নিয়ত পড়ে নিতে হবে।
“আল্লাহু আকবার” বলে দুই হাত কাঁধ বরাবর উঠিয়ে বুকে হাত বাঁধতে হবে।
এরপর সানা পড়তে হবে।
সানা
“সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়াতা ওয়া রাকাসমুকা ওয়া তায়ালা জাদ্দুকা ওয়া লা-ইলাহা গাইরুক”

তারপর সূরা ফাতিহা পাঠ করে অন্য একটি সূরা মিলিয়ে পড়তে হবে।
এরপর “আল্লাহু আকবার” রুকুতে যেতে হবে।
রুকুতে গিয়ে তিনবার “সুবহানা রব্বিয়াল আযিম” পাঠ করতে হবে।
“সামি আল্লাহু লিমান হামিদাহ্” বলে রুকু থেকে উঠে “রব্বানা লাকাল হামদ” বলে বসতে হবে।
এরপর সিজদায় যেতে হবে।
সিজদায় গিয়ে তিনবার”সুবহানা রব্বিয়াল আ’লা” পড়তে হবে।
সিজদাহ থেকে উঠে পুনরায় সিজদায় যেতে হবে ও একই তাসবিহ পাঠ করতে হবে।
এভাবে প্রথম রাকাত শেষ হলো।
একই ভাবে দ্বিতীয় রাকাতও আদায় করতে হবে।
দ্বিতীয় রাকাতের শেষে বসতে হবে ও তাশাহুদ পাঠ করতে হবে।
তাশাহুদ
“আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তায়্যিবাতি আসসালামুয়ালাইকা আয়্যুহান নাবিয়্যু ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্। আসসালামুয়ালাইনা আ’লা ইবাদিল্লাহিস সুয়ালিহিন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রসূলুহ্”

এরপর আবার উঠে দাঁড়িয়ে আগের নিয়মে এক রাকাত পড়তে হবে তবে এইবার সূরা ফাতিহার সাথে কোনো সূরা মিলাতে হবে না।
শেষ বৈঠকে তাশাহুদ পাঠ করে দুরূদ শরীফ পাঠ করতে হবে।
দরূদ শরীফ
“আল্লাহুম্মা সল্লিয়ালা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সল্লাইতা আলা ইব্রাহীম ওয়ালা আলি ইব্রাহীম ইন্নাকা হামিদুম্মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারতকা আলা ইব্রাহীম ওয়ালা আলি ইব্রাহীম ইন্নিকা হামিদুম্মাজিদ।”

এরপর দোয়া মাসুরা পড়তে হবে।
দোয়া মাসুরা
“আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি জুলমান কাসিরা ওয়ালা ইয়াগফিরুজ্ জুনুবা ইল্লা আন্তা ফাগফিরলী মাগফিরাতাম মিন ইন্দিকা ওয়ার হামনী ইন্নাকা আন্তাল গাফুরুর রাহীম।”

এরপর সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে।
এভাবে মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ আদায় করতে হয়।

আমাদের আর্টিকেলটি সম্পর্কে আপনার যাবতীয় প্রশ্ন কিংবা জিজ্ঞাসা থাকলে আপনি কমেন্ট এর মাধ্যমে আমাদেরকে লিখে জানাতে পারেন আপনার মূল্যবান প্রশ্নের উত্তর কিংবা মন্তব্য গুলো অবশ্যই লিখে ফেলুন ।