ভালোবাসো কবিতা

ভালোবাসো কবিতা । নীললোহিত গৌতম

ভালোবাসো কবিতা   , আজকের আর্টিকেলটিতে আমরা জানব এই কবিতাটি সম্পর্কে কবিতাটির লেখক কে এবং কবিতাটি সম্পর্কে বিস্তারিত তো চলুন প্রথমেই কবিতাটি সম্পর্কে জেনে নেয়া যাক ।

এছারা ও আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন । তাহলে ভিজিট করতে পারেন আমাদের গাজী ভাই ডটকম এর মূল হোম পেজ এবং কিনতে পারেন দেশের সবচাইতে কম দামে যাবতীয় নৃত্য প্রয়োজনে প্রোডাক্ট। Gazivai.com এ ৪৫ টাকা থেকে জুতার দাম শুরু কিনতে এক্ষুনি ক্লিক করুন – এখনই কিনুন

ভালোবাসো কবিতা

             – নীললোহিত গৌতম

বলেছিলে ক্ষনিক এসে মুছে

দিয়ে যাবে দুঃখ,

ধুয়ে দিয়ে যাবে জীবনের গ্লানি।

বলেছিলে ছয় ঋতু হতে পারবে না তুমি!

তোমাকে তাই মেঘ করে রচনা করি।

যদি ভালোবাসো তুমি মেঘ হ্‌ও।

আমার অপেক্ষার অশ্রু বাস্প হোক সারাদিন।

তুমি এসো একদিন হঠাৎ বর্ষা রানির সাজে।

ভালোবাসায় আমি ছেড়েছি

তোমার বসন্তের উদ্দান,

সাজানো রাজপ্রাসাদ।

ভুলেছি মধু রাত, মৌমাছির গান।

ব্যাথিত হৃদয় না হয় রাখা থাক ডিপ ফ্রিজে তিন মাস।

তারপর গ্রীষ্মের তাপে হোক সে বাংলার ফুটি-ফাটা ভূমি।

যদি ভালোবাসো, তুমি বৃষ্টি

হয়ে এসো একদিন।

সারাদিন তোমার নূপূরের ধ্বনি শুনি।

তোমার চঞ্চল হাসি ঝড় তুলুক

আকাশে,

তোমার স্পর্শে শীতল হোক দগ্ধ জীবন,

পূর্ন হোক বাংলার শত শত শুকনো নদ নদী।

তুমি যদি ভালোবাসো-

বান ডাকো বুকে,

মিশে যাক আমার অশ্রু নদীর সাথে।

যদি ভালোবাসো তুমি এসো

শুধু বর্ষা ঋতু হয়ে-

তোমার বৃষ্টির ফোঁটায়

একদিন শুধু সারাদিন ভিজি,

আমার ব্যার্থ জীবনে অঙ্কুরিত

হোক নব বীজ।

আমি আবার চির সবুজ,

চির নবীন হয়ে উঠি।

 ভালোবাসো কবিতাটি কোন কাব্যগ্রন্থের

প্রিয় পাঠক ভালোবাসো কবিতাটি কোন কাব্যগ্রন্থ নেয়া হয়েছে সেই সম্পর্কে আমরা কোন সঠিক তথ্য সংগ্রহ করতে পারিনি তাই আপনাদের এই সঠিক উত্তরটি  দিতে পারতেছি না তবে আপনারা চাইলে এর উত্তরটি গুগল থেকে সংগ্রহ করে নিতে পারেন। Gazivai.com এ – মেয়েদের ব্রা ৫০ টাকা ব্রা প্যান্টি কিনতে ক্লিক করুন  – এখনই ব্রা কিনুন

ভালোবাসো কবিতার মূলভাব

ভালোবাসো কবিতাটির কবি নীললোহিত গৌতম । এ কবিতা টি আমরা ইতিমধ্যে তুলে ধরেছি আশা করি আপনি কবিতাটি দেখে নিতে পারবেন । পুরুষের ও মেয়েদের সে- ক্স বৃদ্ধি করার ভেষজ  ঔষধ কিনতে ক্লিক করুন – এখনি কিনুন

ভালোবাসো কবিতা লিরিক্স

ভালোবাসো কবিতা লিরিক্স আপনি বিভিন্ন মাধ্যমে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিতে পারবেন আমাদের আর্টিকেলটিতে আমরা ভালোবাসো কবিতা ও ভালোবাসো কবিতার লিরিক্স তুলে ধরেছি । আরো পড়ুন: ছেলেদের পে-নি  লম্বা করার ঔষধ ৭৫০ টাকা কিনতে ক্লিক করুন  – এখনই ঔষধ কিনুন

ভালোবাসো কবিতা আবৃত্তি

আমাদের এই আর্টিকেলটিতে আমরা শুধুমাত্র ভালোবাসো কবিতাটি তুলে ধরেছি এই কবিতাটির আবৃত্তি আপনি youtube থেকে কিংবা আরো বিভিন্ন মাধ্যম থেকে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিবেন । স্কুল-কলেজের পাঠ্যপুস্তক দেশি-বিদেশি বিখ্যাত বই কিনতে ক্লিক করুন – এখনি কিনুন

ভালোবাসো কবিতা নীললোহিত গৌতম

এই কবিতাটি সম্পর্কে আপনার মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে আপনি আমাদেরকে সহযোগিতা করতে পারেন আশা করি মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করবেন ।