তোমার জন্য লিখি তোমাকে লিখি না কবিতা

তোমার জন্য লিখি তোমাকে লিখি না কবিতা । বায়েজীদ হোসেন বাদশা

তোমার জন্য লিখি তোমাকে লিখি না কবিতা   , আজকের আর্টিকেলটিতে আমরা জানব এই কবিতাটি সম্পর্কে কবিতাটির লেখক কে এবং কবিতাটি সম্পর্কে বিস্তারিত তো চলুন প্রথমেই কবিতাটি সম্পর্কে জেনে নেয়া যাক ।

এছারা ও আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন । তাহলে ভিজিট করতে পারেন আমাদের গাজী ভাই ডটকম এর মূল হোম পেজ এবং কিনতে পারেন দেশের সবচাইতে কম দামে যাবতীয় নৃত্য প্রয়োজনে প্রোডাক্ট। Gazivai.com এ ২ পিস চামড়ার বেল্ট মেশিন সহ ৫৫০ টাকা কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন

তোমার জন্য লিখি তোমাকে লিখি না কবিতা

তোমার জন্য লিখি তোমাকে লিখি না কবিতা

      – বায়েজীদ হোসেন বাদশা

সবাই বাহবা জানাবে তার জন্য লিখিনা

অনেকেই লেখে বলেই লিখি এমনটাও না

সবাই কবি বলে ডাকবে এজন্যও না

মাঝে মাঝে ইচ্ছে হয় বলেই টেবিলে বসি

ভাবি এসব ছেড়েছুড়ে মুখোশ স্রোতে ভাসি

নাহ আর নাহ! এবার না হয় থাক,

লেখালেখি না হয় অন্ধকারেই তলিয়ে যাক

আর ইচ্ছে হয়না সত্যিই!

মনে হয় সব ছেড়েছুড়ে শূন্যে ভাসি

ইশ্! এটাও সম্ভব হয়না।

কি এক নাছোড়বান্দা মানুষ আমি

কতদিন হলো কবিতা লেখা হয়না

ইদানিং কোনো কিছু ইচ্ছে করেনা

তুমি কি জানো কারা কবিতা লেখে?

যাদের দুঃখ নেয়ার ক্ষমতা বেশি,

আমার দুঃখ নেয়ার ক্ষমতা এত কেনো?

কবিতা লিখতে পারা নাকি সৌভাগ্যের! রক্ত,শিরা,উপসিরা পুড়িয়ে -পুড়িয়ে

এ আবার কেমন সৌভাগ্য বলো?

পৃথিবীতে সব’চে দুঃখী মানুষ কারা জানো?

যারা কবিতা লেখে তারা

ভিখারীরও এত কষ্ট থাকে না।

আমার মাথায় অনেক কবিতা ঘোরে

শুধু কবিতা লেখা যদি চাকরি হতো,

তবে সব ঢেলে দিতাম কবিতার জন্য!

আমার বাকি সব নষ্ট করে দেয় এই কবিতা

তবু পালাতে পারিনা এই ফাঁদ থেকে!

কবিতা লিখেই বাঁচতে ইচ্ছে হয়

কি করবো,আমার কি দোষ!

শেষমেশ চেয়েছি লেখালেখি ছেড়েই দিতে

কিন্তু ওই যে……

তুমিই তো বললে লেখালেখি চালিয়ে যেতে।

হয়তো তুমিই একদিন ছেড়ে যাবে

কিন্তু তুমি বলাতে লেখা কবিতাগুলো-

ছেড়ে যাবে না, রয়েই যাবে চিরকাল।

লিখবো, এখনো আমি লিখেই যাবো

তোমার জন্যই লিখি, তোমাকে লিখিনা।

তোমার জন্য লিখি তোমাকে লিখি না কবিতাটি কোন কাব্যগ্রন্থের

প্রিয় পাঠক তোমার জন্য লিখি তোমাকে লিখি না কবিতাটি কোন কাব্যগ্রন্থ নেয়া হয়েছে সেই সম্পর্কে আমরা কোন সঠিক তথ্য সংগ্রহ করতে পারিনি তাই আপনাদের এই সঠিক উত্তরটি  দিতে পারতেছি না তবে আপনারা চাইলে এর উত্তরটি গুগল থেকে সংগ্রহ করে নিতে পারেন। ৫০০ টাকার কেনাকাটায় ১০,০০০ টাকার মোবাইল জিতুন কিনতে ভিজিট করুন – Gazivai.com – গাজী ভাই ডট কম

তোমার জন্য লিখি তোমাকে লিখি না কবিতা

তোমার জন্য লিখি তোমাকে লিখি না  কবিতার মূলভাব

তোমার জন্য লিখি তোমাকে লিখি না কবিতাটির কবি বায়েজীদ হোসেন বাদশা । এ কবিতা টি আমরা ইতিমধ্যে তুলে ধরেছি আশা করি আপনি কবিতাটি দেখে নিতে পারবেন ।

তোমার জন্য লিখি তোমাকে লিখি না কবিতা লিরিক্স

তোমার জন্য লিখি তোমাকে লিখি না কবিতা লিরিক্স আপনি বিভিন্ন মাধ্যমে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিতে পারবেন আমাদের আর্টিকেলটিতে আমরা তোমার জন্য লিখি তোমাকে লিখি না ও তোমার জন্য লিখি তোমাকে লিখি না কবিতার লিরিক্স তুলে ধরেছি ।

তোমার জন্য লিখি তোমাকে লিখি না কবিতা আবৃত্তি

আমাদের এই আর্টিকেলটিতে আমরা শুধুমাত্র তোমার জন্য লিখি তোমাকে লিখি না কবিতাটি তুলে ধরেছি এই কবিতাটির আবৃত্তি আপনি youtube থেকে কিংবা আরো বিভিন্ন মাধ্যম থেকে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিবেন ।

তোমার জন্য লিখি তোমাকে লিখি না কবিতা বায়েজীদ হোসেন বাদশা

এই কবিতাটি সম্পর্কে আপনার মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে আপনি আমাদেরকে সহযোগিতা করতে পারেন আশা করি মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করবেন ।