ইলিশ মাছ চেনার উপায়

ইলিশ মাছ চেনার উপায়

ইলিশ মাছ চেনার উপায় , আজকের আর্টিকেলটিতে আমরা আলোচনা করব ইলিশ মাছ চেনার উপায় নেই তাই আমাদের কাছে যারা জানতে চেয়েছেন ইলিশ মাছের চেনার উপায় সম্পর্কে তারা আমাদের আর্টিকেলটি ফলো করলে অবশ্যই ইলিশ মাছ চিনে কিনতে পারবেন তাহলে চলুন ইলিশ মাছ চেনার উপায় নিয়ে আলোচনা করা যাক

এছারা আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে ভালোবাসেন তাহলে ভিজিট করতে পারেন আমাদের ই-কমার্স ওয়েবসাইট আমাদের ই-কমার্স ওয়েবসাইট এর ঠিকানা হচ্ছে। ৫০০ টাকার কেনাকাটায় ১০,০০০ টাকার মোবাইল জিতুন কিনতে ভিজিট করুন Gazivai.com – গাজী ভাই ডট কম

ইলিশ মাছ চেনার উপায়

সাধারণত আমরা দুই জায়গা থেকে ইলিশ মাছ পেয়ে থাকি। সাগর থেকে ট্রলার ভর্তি করে ইলিশ আনা হয়। আর দ্বিতীয়ত বাংলাদেশ থেকে পদ্মা-মেঘনা থেকেও ইলিশ মাছ আনা হয়। ইলিশ মাছ কেনার সময়ে প্রথমে লক্ষ্য রাখতে উজ্জ্বল কিনা। শরীরে রূপোলি ভাব আছে কিনা। মনে রাখতে হবে, যে ইলিশ মাছ যত বেশি উজ্জ্ব এবং শরীরের রূপোলি ভাবে রয়েছ সেই ইলিশ তত সুস্বাদু ।

সাধারণত, পদ্মা-মেঘনার ইলিশ বেশি উজ্জ্বল থাকে সাগরের ইলিশের তুলনায়। ইলিশ মাছ টাটকা রয়েছে কিনা তা লক্ষ্য রাখতে হবে। যদি কোনও ইলিশ মাছ শক্ত থাকে, তাহলে বুঝবেন  মাছটি টাটকা অবস্থায় রয়েছে। আবার যদি কোনও ইলিশ মাছ অত্যন্ত নরম হয় কিংবা হাতে নেওয়ার পরেই দেখা যায় মাথা কিংবা লেজ ঝুলে যাচ্ছে তাহলে বুঝবেন সেটি সেটি অনেক পুরনো। Gazivai.com এ ৪৫ টাকা থেকে জুতার দাম শুরু কিনতে এক্ষুনি ক্লিক করুন – এখনই কিনুন

তেমন স্বাদ পাবেন না। আরেকটি বিষয় এক্ষেত্রে খেয়াল রাখতে হবে। ইলিশ মাছের শরীর সাধারণত পটলের মতো হয়। মাথা এবং লেজ সরু থাকে এবং পেট মোটা হয়। এই বিষয়টিও বাজার করতে যাওয়ার সময়ে মনে রাখবেন।

কোন মাছের স্বাদ ইলিশের মতো

অনেকটা ইলিশের মতো, কার্পও একটি মিঠা পানির মাছ যা ইলিশের তৈলাক্ত টেক্সচার শেয়ার করে। এটি ভালো ফ্যাটি অ্যাসিডের উৎসও বটে।

ইলিশ মাছ নাকি পুরুষ চেনার উপায়

জেলেরা তাদের জালে পুরুষ মাছ ধরে, কিন্তু তারা পুরুষ মাছ থেকে স্ত্রীকে বলতে পারে না, কারণ পুরুষের কোনো যৌনাঙ্গ থাকে না ।

ইলিশের সাধারণ নাম কি

ইলিশ (Tenualosa ilisha) (বাংলা: ইলিশ, রোমানাইজড: iliś; ইলিশি, ইলিশ, ইলিশ হেরিং বা ইলিশ শ্যাড নামেও পরিচিত, ক্লুপেইডি পরিবারে হেরিং সম্পর্কিত একটি প্রজাতির মাছ।

পাঠক ইতিমধ্যে আমরা সংক্ষিপ্ত আকারে স্বপ্নে ইলিশ মাছ চেনার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছি যা ইন্টারনেট থেকে সংগৃহীত তথ্যগুলো সম্পর্কে আপনার যাবতীয় প্রশ্ন বা জিজ্ঞাসা করলে আপনি আমাদেরকে লিখে জানাতে পারেন

ইলিশ মাছ চেনার উপায় আর্টিকেলটি আমরা লিখেছি একটি ই-কমার্স ওয়েবসাইটের সুতরাং আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে চান কেনাকাটা করতে ভালোবাসেন তাহলে আমাদের মূল ওয়েবসাইট বা হোম পেজ ভিজিট করতে পারেন ।

এছাড়া আপনি চাইলে আমাদের আর্টিকেলে কিছু বিজ্ঞাপন পিকচার দেওয়া আছে যেখান থেকে আপনি চাইলে যে কোন পণ্য ক্রয় করতে পারেন তাই আপনার পছন্দ অনুযায়ী যে কোন পণ্য কিনতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করে ফেলুন। আমাদের আর্টিকেলটিতে যে বিজ্ঞাপন পিকচার গুলো দেওয়া রয়েছে সেগুলোর স্বল্পমূল্যে আপনি চাইলে ক্রয় করতে পারেন ।