খাঁচার পাখি কবিতা

খাঁচার পাখি কবিতা । রবীন্দ্রনাথ ঠাকুর

খাঁচার পাখি কবিতা   , আজকের আর্টিকেলটিতে আমরা জানব এই কবিতাটি সম্পর্কে কবিতাটির লেখক কে এবং কবিতাটি সম্পর্কে বিস্তারিত তো চলুন প্রথমেই কবিতাটি সম্পর্কে জেনে নেয়া যাক ।

এছারা ও আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন । তাহলে ভিজিট করতে পারেন আমাদের গাজী ভাই ডটকম এর মূল হোম পেজ এবং কিনতে পারেন দেশের সবচাইতে কম দামে যাবতীয় নৃত্য প্রয়োজনে প্রোডাক্ট। Gazivai.com এ ব্রান্ডের ঘড়ি মাত্র ৯০০ টাকা কিনতে ক্লিক করুন – এখনই কিনুন 

খাঁচার পাখি কবিতা

          –   রবীন্দ্রনাথ ঠাকুর

খাঁচার পাখি ছিল     সোনার খাঁচাটিতে

               বনের পাখি ছিল বনে।

একদা কী করিয়া     মিলন হল দোঁহে,

        কী ছিল বিধাতার মনে।

বনের পাখি বলে,  খাঁচার পাখি ভাই,

       বনেতে যাই দোঁহে মিলে।

খাঁচার পাখি বলে– বনের পাখি, আয়

        খাঁচায় থাকি নিরিবিলে।’

                 বনের পাখি বলে– “না,

আমি     শিকলে ধরা নাহি দিব।’

        খাঁচার পাখি বলে– “হায়,

আমি     কেমনে বনে বাহিরিব!’

বনের পাখি গাহে বাহিরে বসি বসি

                 বনের গান ছিল যত,

খাঁচার পাখি পড়ে শিখানো বুলি তার–

                 দোঁহার ভাষা দুইমতো।

বনের  পাখি বলে, খাঁচার পাখি ভাই,

        বনের গান গাও দিখি।

খাঁচার পাখি বলে, বনের পাখি ভাই,

খাঁচার গান লহো শিখি।

          বনের পাখি বলে– না,

আমি     শিখানো গান নাহি চাই।’

        খাঁচার পাখি বলে– “হায়,

আমি     কেমনে বন-গান গাই।’

         বনের পাখি বলে, “আকাশ ঘননীল,

        কোথাও বাধা নাহি তার।’

খাঁচার পাখি বলে, “খাঁচাটি পরিপাটি

        কেমন ঢাকা চারি ধার।’

বনের পাখি বলে, “আপনা ছাড়ি দাও

        মেঘের মাঝে একেবারে।’

খাঁচার পাখি বলে, নিরালা সুখকোণে

        বাঁধিয়া রাখো আপনারে!’

        বনের পাখি বলে– “না,

সেথা     কোথায় উড়িবারে পাই!’

        খাঁচার পাখি বলে– “হায়,

মেঘে     কোথায় বসিবার ঠাঁই!’

এমনি দুই পাখি দোঁহারে ভালোবাসে

        তবুও কাছে নাহি পায়।

খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে,

        নীরবে চোখে চোখে চায়।

দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে,

        বুঝাতে নারে আপনায়।

দুজনে একা একা ঝাপটি মরে পাখা,

        কাতরে কহে, “কাছে আয়!’

        বনের পাখি বলে–না,

কবে     খাঁচার রুধি দিবে দ্বার।

        খাঁচার পাখি বলে–হায়,

মোর     শকতি নাহি উড়িবার।

 খাঁচার পাখি কবিতাটি কোন কাব্যগ্রন্থের

প্রিয় পাঠক খাঁচার পাখি কবিতাটি কোন কাব্যগ্রন্থ নেয়া হয়েছে সেই সম্পর্কে আমরা কোন সঠিক তথ্য সংগ্রহ করতে পারিনি তাই আপনাদের এই সঠিক উত্তরটি  দিতে পারতেছি না তবে আপনারা চাইলে এর উত্তরটি গুগল থেকে সংগ্রহ করে নিতে পারেন। Gazivai.com এ টি-শার্ট ও পাঞ্জাবি মাত্র ২৯৯ টাকা কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন

খাঁচার পাখি কবিতার মূলভাব

খাঁচার পাখি কবিতাটির কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এ কবিতা টি আমরা ইতিমধ্যে তুলে ধরেছি আশা করি আপনি কবিতাটি দেখে নিতে পারবেন । Gazivai.com এ বোরকা হিজাব মাত্র ৪৯৯ টাকা কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন

খাঁচার পাখি কবিতা লিরিক্স

খাঁচার পাখি কবিতা লিরিক্স আপনি বিভিন্ন মাধ্যমে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিতে পারবেন আমাদের আর্টিকেলটিতে আমরা খাঁচার পাখি কবিতা ও খাঁচার পাখি কবিতার লিরিক্স তুলে ধরেছি । Gazivai.com এ মেয়েদের ডায়াপার ও ন্যাপকিন ৮০ টাঁকা মাত্র কিনতে কিনতে ক্লিক – এখনই কিনুন

খাঁচার পাখি কবিতা আবৃত্তি

আমাদের এই আর্টিকেলটিতে আমরা শুধুমাত্র খাঁচার পাখি কবিতাটি তুলে ধরেছি এই কবিতাটির আবৃত্তি আপনি youtube থেকে কিংবা আরো বিভিন্ন মাধ্যম থেকে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিবেন । Gazivai.com এ গোপন অঙ্গের পশম কাটার ট্রিমার ৫০০ টাকা কিনতে ক্লিক – এখনই কিনুন

খাঁচার পাখি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর

এই কবিতাটি সম্পর্কে আপনার মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে আপনি আমাদেরকে সহযোগিতা করতে পারেন আশা করি মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করবেন ।