ভগবান শ্রীকৃষ্ণের বাণী

ভগবান শ্রীকৃষ্ণের বাণী । গীতায় শ্রীকৃষ্ণের বাণী

ভগবান শ্রীকৃষ্ণের বাণী , গীতায় শ্রীকৃষ্ণের বাণী , আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণী গুলি খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন এখানে আপনি ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া মহান বাণী গুলি জানতে পারবেন| এই মহান বাণী গুলি আপনি কাজে লাগিয়ে আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন তাই চলুন দেখে নেওয়া যাক আপনি কি কি জানতে পারবেন

এছারা আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে ভালোবাসেন তাহলে ভিজিট করতে পারেন আমাদের ই-কমার্স ওয়েবসাইট আমাদের ই-কমার্স ওয়েবসাইট এর ঠিকানা হচ্ছে। Gazivai.com এ ব্রান্ডের ঘড়ি মাত্র ৯০০ টাকা কিনতে ক্লিক করুন – এখনই কিনুন 

ভগবান শ্রীকৃষ্ণের বাণী

ভগবান শ্রীকৃষ্ণের বাণী

১. যখন সংসারে দেখার মত কিছুই থাকে না, তখন মানুষ ঈশ্বর এর দিকে দৃষ্টি নিক্ষেপ করে।
-(ভগবান শ্রীকৃষ্ণ)

২. জদি কোন ঘটনার মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয়ই হয়। আর জে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী।
-(ভগবান শ্রীকৃষ্ণ)

৩. বাস্তবে না পরিচয় মানুষের দেহের সাথে যুক্ত থাকে না তো সম্পর্কের ভিত্তি তার দেহের সাথে যুক্ত থাকে। মানুষের স্বভাব, তার আচরণ আর তার কার্যই তার পরিচয়। Gazivai.com এ ফর্সা হওয়ার ক্রিম ও বডি লোশন কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন 
-(ভগবান শ্রীকৃষ্ণ)

ভগবান শ্রীকৃষ্ণের বাণী

৪. দান তাকেই বলে জাতে দানী হারায় আর যাচক প্রাপ্তি লাভ করে। কিন্তু বলিদান সেটাই হয় যা দানী দেয় আর সমস্ত জগৎ প্রাপ্ত করে।
-(ভগবান শ্রীকৃষ্ণ)

৫. সমুদ্র হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায়।
-(ভগবান শ্রীকৃষ্ণ)

৬. সময় কখনও মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়।
-(ভগবান শ্রীকৃষ্ণ)

গীতায় শ্রীকৃষ্ণের বাণী

গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে পুরুষের বুদ্ধিতে গুণ ও দোষ অতীত, সে বালকের সমান নিষিদ্ধ কর্ম থেকে নিবৃত্ত হয়ে পড়ে, কিন্তু দোষ বুদ্ধি থেকে হয় না। সে বিহিত কর্মের অনুষ্ঠান করে, তবে গুণবুদ্ধির সহায্য নয়। Gazivai.com এ – মেয়েদের ব্রা ৫০ টাকা থেকে শুরু ব্রা প্যান্টি কিনতে ক্লিক করুন  – এখনইব্রাকিনুন

ভগবান শ্রীকৃষ্ণের বাণী

কৃষ্ণ বলেন, মহাভাগ্যবান উদ্ধব! তুমি আমাকে যা কিছু বলেছ, আমি তাই করতে চাই। ব্রহ্মা, শংকর ও ইন্দ্রাদি লোকপালও এবার তাই কামনা করেন যে আমি তাঁদের লোকের মধ্য দিয়ে নিজের ধামে চলে যাই।

পৃথিবীতে দেবতাদের যা কাজ করার ছিল, তা আমি পুরো করে দিয়েছি। এই কাজের জন্য আমি ব্রহ্মার প্রার্থনা স্বীকার করে বলরামের সঙ্গে অবতীর্ণ হয়েছি। এবাই এই যদুবংশ, যা ব্রাহ্মণদের অভিশাপে ভস্ম হয়ে গিয়েছে, পারস্পরিক বিভেদ ও যুদ্ধের ফলে নষ্ট হয়ে যাবে। আজ থেকে সপ্তম দিন সমুদ্র এই দ্বারকা পুরীকে ডুবিয়ে দেবে।

আজকের আর্টিকেলটি ছিল গৌতম বুদ্ধের বাণী সম্পর্কে আমরা বিস্তারিত উপস্থাপনা করেছে আশা করি আমাদের আর্টিকেলটির মাধ্যমে আপনি গৌতম বুদ্ধের বাণী সম্পর্কে বিস্তারিতভাবে ধারণা পেয়েছেন আর্টিকেল পড়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন