আসর নামাজের নিয়ত

আসর নামাজের নিয়ত । আসরের নামাজ কয় রাকাত

আসর নামাজের নিয়ত , আসরের নামাজ কয় রাকাত । আসসালামুয়ালাইকুম পাঠক বৃন্দ। আশা করি সবাই ভাল আছেন। আজ চলে এলাম আসর এর নামাজ আদায় সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে। ইসলামের ৫ টি স্তম্ভের মধ্যে নামাজ সর্বশ্রেষ্ঠ। নামাজ একটি ফরজ ইবাদত।

জান্নাতে প্রবেশের জন্য নামাজের কোনো বিকল্প নেই।আল্লাহ তায়ালার নিকট নামাজের চেয়ে অধিক প্রিয় ইবাদত আর কিছু নেই। আল কোরআনে মোট ৮২ বার নামাজ আদায়ের কথা বলা হয়েছে। অর্থাৎ এর গুরুত্ব অনেক বেশি।

প্রত্যেক মুসলিম নর-নারীকে দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। দিনে পাঁচ বার গোসল করলে যেমন শরীরে কোনো ময়লা থাকে না তেমনি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে ও তার কোনো গুনাহ অবশিষ্ট থাকতে পারে না। নিয়মিত নামাজ আদায়কারীকে আল্লাহ তায়ালা খুশি হয়ে জান্নাত দান করবেন। তাই এ ইবাদত সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। Gazivai.com এ টি-শার্ট ও পাঞ্জাবি মাত্র ২৯৯ টাকা কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন

আসর নামাজের নিয়ত

এছাড়াও আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে ভালোবাসেন তাহলে ভিজিট করতে পারেন আমাদের ই-কমার্স ওয়েবসাইট আমাদের ই-কমার্স ওয়েবসাইট এর ঠিকানা হচ্ছে। ”Gazivai.com এ ৪৫ টাকা থেকে জুতার দাম শুরু কিনতে এক্ষুনি ক্লিক করুন – এখনই কিনুন 

আসর নামাজের নিয়ত

সুন্নত নামাজের নিয়ত

“নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লাহি তা’আলা আরবাআ রাকায়াতাই সালাতিল আসরি সুন্নাতু রাসূলিল্লা-হি তা’আলা মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।”

বাংলা অর্থ: “আসরের চার রাকাত সুন্নত নামাজ আদায়ের উদ্দেশ্যে ক্বিবলামুখি হয়ে নিয়ত করলাম আল্লাহু আকবার।

আসর নামাজের নিয়ত

ফরজ নামাজের নিয়ত

“নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লাহি তা’আলা আরবাআ রাকায়াতাই সালাতিল আসরি ফারজুল্লাহি তা’আলা মুতাওয়াজ জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।”

বাংলা অর্থ: “আসরের চার রাকাত ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে ক্বিবলামুখি হয়ে নিয়ত করলাম আল্লাহু আকবার।”

আসরের নামাজ কয় রাকাত

আসরের নামাজ মোট ৮ রাকাত, এর মধ্যে ৪ রাকাত ফরজ ও ৪ রাকাত সুন্নত নামাজ। এর সুন্নত নামাজকে বলা হয় “গায়রে মুয়াক্কাদা” । সকল নামাজই ধারাবাহিকতা রক্ষা করে আদায় করতে হয়। এই নামাজের ধারাবাহিকতা হলো প্রথমে ৪ রাকাত সুন্নত নামাজ আদায়ের পর ৪ রাকাত ফরজ নামাজ আদায় করতে হয়।

জামাতে আদায়ের ক্ষেত্রে ইমামের সহিত ফরজ নামাজ আদায় করতে হয়। আর জামাতের আগে গিয়ে নিজে নিজে সুন্নত নামাজ আদায় করে নিতে হয়।

আর যারা মুসাফির রয়েছেন তাদের শুধু ফরজ নামাজ ৪ রাকাতের পরিবর্তে ২ রাকাত আদায় করলেই হবে।Gazivai.com এ – মেয়েদের ব্রা ৫০ টাকা থেকে শুরু ব্রা প্যান্টি কিনতে ক্লিক করুন  – এখনইব্রাকিনুন

আসর নামাজের নিয়ত

আসরের নামাজের নিয়ম

আসরের নামাজ মোট ৮ রাকাত। ৪ রাকাত সুন্নত ও ৪ রাকাত ফরজ নামাজ আদায় করতে হয়। এ নামাজের নিয়ম ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো:-

চার রাকাত সুন্নত নামাজ আদায়ের নিয়ম
✓ প্রথমে ওজু করে পাক-পবিত্র হয়ে ক্বিবলামুখি হয়ে জায়নামাজে দাঁড়াতে হবে।

✓ এরপর নিয়ত পাঠ করতে হবে।

✓ ‘আল্লাহু আকবার’ বলে দুই হাত কাঁধ বরাবর উঠিয়ে হাত বাঁধতে হবে।

✓ এরপর সানা পড়তে হবে।

সানা:”সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়াতা ওয়া রাকাসমুকা ওয়া তায়ালা জাদ্দুকা ওয়া লা-ইলাহা গাইরুক”

✓ এরপর সূরা ফাতিহা পড়ে অন্য যেকোনো একটি সূরা মিলিয়ে পড়তে হবে।

✓ এরপর “আল্লাহু আকবার” বলে রুকুতে যেতে হবে।

✓ রুকুতে গিয়ে “সুবহানা রব্বিয়াল আযিম” তিনবার পড়তে হবে।

✓ “সামিয়াল্লাহু লিমান হামিদাহ্” বলে রুকু থেকে উঠে “রব্বানা লাকাল হামদ” বলে বসে “আল্লাহু আকবার” বলে সিজদায় যেতে হবে।

✓ সিজদায় গিয়ে “সুবহানা রব্বিয়াল আ’লা” তিনবার পড়ে সিজদাহ থেকে উঠে আবার সিজদায় যেতে হবে এবং একই নিয়মে তাসবিহ পাঠ করতে হবে।

✓ এভাবে প্রথম রাকাত শেষ হবে।

✓ একই ভাবে দ্বিতীয় রাকাতও আদায় করে নিতে হবে।

✓ দ্বিতীয় রাকাতের শেষে সিজদাহ থেকে উঠে সোজা হয়ে বসে তাশাহুদ পাঠ করতে হবে।

আজকের আর্টিকেলটি ছিল আসর নামাজের নিয়ত এ সম্পর্কে আমরা বিস্তারিত উপস্থাপনা করেছে আশা করি আমাদের আর্টিকেলটির মাধ্যমে আপনি এ সম্পর্কে বিস্তারিতভাবে ধারণা পেয়েছেন আর্টিকেল পড়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন