যেমন কর্ম তেমন ফল

যেমন কর্ম তেমন ফল । ভাবসম্প্রসারণ

আল্লাহ তাআলার নীতি সমূহের অন্যতম মূলনীতি হলো যেমন কর্ম তেমন ফল যে ব্যক্তির যেমন কর্ম সে অনুরূপ ফলপ্রাপ্ত হবে। কর্মের এই ফলাফল ও পৌরনীতি নিয়ে রচিত যেমন কর্ম তেমন ফল।

এছারা আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে ভালোবাসেন তাহলে ভিজিট করতে পারেন আমাদের ই-কমার্স ওয়েবসাইট আমাদের ই-কমার্স ওয়েবসাইট এর ঠিকানা হচ্ছে। Gazivai.com এ টি-শার্ট ও পাঞ্জাবি মাত্র ২৯৯ টাকা কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন

যেমন কর্ম তেমন ফল

যেমন কর্ম তেমন ফল

মূলভাবঃ মানুষ তার কর্মের দ্বারা যে রকম বীজ রোপন করবে, ভবিষ্যতে তার সেই কর্মের উপর ভিত্তি করে ঠিক সে রকমই ফল লাভ করবে। এর কোন বত্যয় ঘটবে না। এজন্য দৃঢ় সংকল্প এবং প্রবল আগ্রহ সহকারে যে কর্ম সম্পাদন করা হয়, তার ফল হয় সুমিষ্ট। অপরপক্ষে দুষ্কর্মের ফল সব সময়ই মন্দ হয়।

সম্প্রসারিত ভাবঃ মানুষের জীবনের এক প্রাচীন চিরাচরিত ধারণা হলো মানুষের নিয়তি নির্ধারণ হয় তার ভাগ্যের মাধ্যমে। এই ক্ষেত্রে কারো যদি ভাগ্য ভালো থাকে, তাহলে তার নিয়তিতে দেখা মিলে সুখ ও সমৃদ্ধি। আর অপরপক্ষে কারো যদি ভাগ্য খারাপ থাকে সে ক্ষেত্রে তার জীবনে লাভ হয় অসীম দুর্ভোগ, দুঃখ এবং দুর্দশা।Gazivai.com এ ২ পিস চামড়ার বেল্ট মেশিন সহ ৫৫০ টাকা কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন

যেমন কর্ম তেমন ফল

মানুষ তার সৌভাগ্য বা দুর্ভাগ্যের জন্য অদৃষ্ট বা ভাগ্যকেই সব সময়ই দায়ী করে এসেছে। কিন্তু প্রকৃতপক্ষে মানবজীবনে এই কথার কোন ভিত্তি নেই। মানুষ অতীতে বা বর্তমানে যে ধরনের কর্ম করবে, ভবিষ্যতে ঠিক সেই রকমই ফল লাভ করবে। কেবল এবং কেবলমাত্র কোন মানুষের কর্ম দ্বারাই তার ফল নির্ধারণ করা সম্ভব। কর্মের উপরই কর্মফল সম্পূর্ণভাবে নির্ভরশীল।

মানুষের জীবন অনেক ক্ষুদ্র পরিসরের। ক্ষণস্থায়ী এই জীবন আমরা অমর এবং মহিমান্বিত করে তুলতে পারি আমাদের কর্মের মাধ্যমে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক অতি প্রভাব-প্রতিপত্তি সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু তার জন্ম পরিচয় তাকে বিশ্ব দরবারে সকলের কাছে পূজনীয় এবং বরণীয় করে তুলে নি। তিনি তাঁর কর্ম তথা তাঁর অনবদ্য সৃষ্টির মাধ্যমেই সকলের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন।

মন্তব্যঃ জীবন যুদ্ধে জয়ী সৈনিক হতে হলে অবশ্যই কঠোর পরিশ্রমী এবং ধৈর্যশীল হতে হবে। পরিশ্রমী ব্যক্তি তার কর্ম সাধনার মাধ্যমে জীবন সংগ্রামে জয়ী হয়ে সৌভাগ্যকে বরণ করতে পারে। অপরপক্ষে অলস এবং কর্মবিমুখ ব্যক্তি তার নিজের শ্রমবিমুখতার কারণে জীবনে উন্নতির ধারা থেকে ছিটকে পেছনে পড়ে যায়।