কালো রং নিয়ে কবিতা

কালো রং নিয়ে কবিতা । ঊষার মাহমুদ

 কালো রং নিয়ে কবিতা   , আজকের আর্টিকেলটিতে আমরা জানব এই কবিতাটি সম্পর্কে কবিতাটির লেখক কে এবং কবিতাটি সম্পর্কে বিস্তারিত তো চলুন প্রথমেই কবিতাটি সম্পর্কে জেনে নেয়া যাক ।

এছারা ও আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন । তাহলে ভিজিট করতে পারেন আমাদের গাজী ভাই ডটকম এর মূল হোম পেজ এবং কিনতে পারেন দেশের সবচাইতে কম দামে যাবতীয় নৃত্য প্রয়োজনে প্রোডাক্ট। Gazivai.com এ ২ পিস চামড়ার বেল্ট মেশিন সহ ৫৫০ টাকা কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন

কালো রং নিয়ে কবিতা

কালো রং নিয়ে কবিতা

   –  ঊষার মাহমুদ

ঠোঁটে বিকেল নিয়ে উড়ে যায় নিঃসঙ্গ বলাকা

নীরবে ছুটছে নদীটা রাতের দিকে…

তার পর কাশফুল মিশে গেল রাতের অবয়বে;

ঠোঁটের বারান্দায় ঠোঁট ছোঁয়ার তৃষ্ণা, কুয়াশা ভেজা গ্রিলের শিক,

ক্রমশই স্পষ্ট হতে থাকে বেদনার নীল পাহাড়; ঘুম হয় না আমার।

মন জেগে থাকলে চোখ কী করে ঘুমায়…?

তার পর তুমুল অন্ধকারে উঁকি দেয় কালো রঙের কবিতা।

কবিতাকেই তো খুঁজছি..!

ভেজা কাকের মতো পাখনা ঝেড়ে উঠে দাঁড়াই। কবিতা কই?

খুঁজতে গিয়ে রাত হারাই

 ৫০০ টাকার কেনাকাটায় ১০,০০০ টাকার মোবাইল জিতুন কিনতে ভিজিট করুন – Gazivai.com – গাজী ভাই ডট কম

কালো রং নিয়ে কবিতা

কালো রং নিয়ে কবিতাটি কোন কাব্যগ্রন্থের

প্রিয় পাঠক কালো রং নিয়ে কবিতাটি কোন কাব্যগ্রন্থ নেয়া হয়েছে সেই সম্পর্কে আমরা কোন সঠিক তথ্য সংগ্রহ করতে পারিনি তাই আপনাদের এই সঠিক উত্তরটি  দিতে পারতেছি না তবে আপনারা চাইলে এর উত্তরটি গুগল থেকে সংগ্রহ করে নিতে পারেন।

কালো রং নিয়ে  কবিতার মূলভাব

কালো রং নিয়ে কবিতাটির কবি  ঊষার মাহমুদ । এ কবিতা টি আমরা ইতিমধ্যে তুলে ধরেছি আশা করি আপনি কবিতাটি দেখে নিতে পারবেন ।

কালো রং নিয়ে কবিতা লিরিক্স

কালো রং নিয়ে কবিতা লিরিক্স আপনি বিভিন্ন মাধ্যমে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিতে পারবেন আমাদের আর্টিকেলটিতে আমরা কালো রং নিয়ে কবিতা ও কালো রং নিয়ে কবিতার লিরিক্স তুলে ধরেছি ।

কালো রং নিয়ে কবিতা আবৃত্তি

আমাদের এই আর্টিকেলটিতে আমরা শুধুমাত্র কালো রং নিয়ে কবিতাটি তুলে ধরেছি এই কবিতাটির আবৃত্তি আপনি youtube থেকে কিংবা আরো বিভিন্ন মাধ্যম থেকে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিবেন ।

কালো রং নিয়ে কবিতা ঊষার মাহমুদ

এই কবিতাটি সম্পর্কে আপনার মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে আপনি আমাদেরকে সহযোগিতা করতে পারেন আশা করি মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করবেন ।