একাকী জীবন কবিতা

একাকী জীবন কবিতা । সোকিক আহম্মেদ রুবেল

 একাকী জীবন কবিতা   , আজকের আর্টিকেলটিতে আমরা জানব এই কবিতাটি সম্পর্কে কবিতাটির লেখক কে এবং কবিতাটি সম্পর্কে বিস্তারিত তো চলুন প্রথমেই কবিতাটি সম্পর্কে জেনে নেয়া যাক ।

এছারা ও আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন । তাহলে ভিজিট করতে পারেন আমাদের গাজী ভাই ডটকম এর মূল হোম পেজ এবং কিনতে পারেন দেশের সবচাইতে কম দামে যাবতীয় নৃত্য প্রয়োজনে প্রোডাক্ট। Gazivai.com এ ২ পিস চামড়ার বেল্ট মেশিন সহ ৫৫০ টাকা কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন

একাকী জীবন কবিতা

একাকী জীবন কবিতা

   – সোকিক আহম্মেদ রুবেল

আমার কি আছে আর কিবা দেব তোমায়

আমার কিছুই নেই সঞ্চিত,

আমি রিক্ত, প্রেমের বেদনা অশ্রুতে সিক্ত।

বঞ্চিত সকল সুখ থাকে

তাই প্রেমের চিন্তা করিনা-

ভালবাসা সেতো যন্ত্রনা।

সবাই ছল-চাতুরীতে মেতে উঠেছে আজ,

কোন আসল হিরার সন্ধান তো মেলেনা,

তাই প্রেমের কথা ভাবিও না।

অনেক ভেবেছি,

আনেক দেখেছি এই জীবনে,

অবশেষে আমি নিজেই লজ্জিত

যতটুকু রেখেছিলাম জমা,

তা এখন অশ্রুতে হয়েছে পরিণত;

আমি ঘৃর্ণিত, আমি কলুষিত

সর্ব সত্ত্বা জুড়ে, মূল্যহীন বালক

ভালবাসা-আদর মায়া

আমায় ছেড়ে চলে গেছে বহুদূর,

পাইনি কখনো ভালবসার আদর

না পেয়েছি বাবার আদর

না পেয়েছি মায়ের আদর,

তা আর ছুঁয়ে দেখে না স্বপ্ন মায়ায় মধুর;

শুধু আঁখি পাতায় অশ্রু ঝরে আমার ।

সারা-দিন-দুপুর।

তাই লাঞ্চনায় জর্জরিত

সর্বত্র অবহেলিত আমি,

একা-নিঃস্ব-অসহায় জীবনের একাকী পথিক আমি

একটু আলোর অপেক্ষায় দিন গুনে যাই।

একাকী জীবন কবিতাটি কোন কাব্যগ্রন্থের

প্রিয় পাঠক একাকী জীবন কবিতাটি কোন কাব্যগ্রন্থ নেয়া হয়েছে সেই সম্পর্কে আমরা কোন সঠিক তথ্য সংগ্রহ করতে পারিনি তাই আপনাদের এই সঠিক উত্তরটি  দিতে পারতেছি না তবে আপনারা চাইলে এর উত্তরটি গুগল থেকে সংগ্রহ করে নিতে পারেন। ৫০০ টাকার কেনাকাটায় ১০,০০০ টাকার মোবাইল জিতুন কিনতে ভিজিট করুন – Gazivai.com – গাজী ভাই ডট কম

একাকী জীবন কবিতা

একাকী জীবন  কবিতার মূলভাব

একাকী জীবন কবিতাটির কবি সোকিক আহম্মেদ রুবেল। এ কবিতা টি আমরা ইতিমধ্যে তুলে ধরেছি আশা করি আপনি কবিতাটি দেখে নিতে পারবেন ।

একাকী জীবন কবিতা লিরিক্স

একাকী জীবন কবিতা লিরিক্স আপনি বিভিন্ন মাধ্যমে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিতে পারবেন আমাদের আর্টিকেলটিতে আমরা একাকী জীবন কবিতা ও একাকী জীবন কবিতার লিরিক্স তুলে ধরেছি ।

একাকী জীবন কবিতা আবৃত্তি

আমাদের এই আর্টিকেলটিতে আমরা শুধুমাত্র একাকী জীবন কবিতাটি তুলে ধরেছি এই কবিতাটির আবৃত্তি আপনি youtube থেকে কিংবা আরো বিভিন্ন মাধ্যম থেকে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিবেন ।

একাকী জীবন কবিতা সোকিক আহম্মেদ রুবেল

এই কবিতাটি সম্পর্কে আপনার মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে আপনি আমাদেরকে সহযোগিতা করতে পারেন আশা করি মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করবেন ।