শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্ট বের করার নিয়ম অনেকেই জানতে চেয়ে থাকেন তো চলুন ধারাবাহিকভাবে আমরা শুধু রোল নাম্বার দিয়ে কিভাবে আপনি দিয়ে বের করতে পারবেন এ বিষয়ে জানব তো এজন্য আপনাকে অবশ্যই নিম্নের ছয়টি ধাপ তুলে ধরছি ধাপগুলো অনুসরণ করতে হবে । ৫০০ টাকার কেনাকাটায় ১০,০০০ টাকার মোবাইল জিতুন কিনতে ভিজিট করুন Gazivai.com – গাজী ভাই ডট কম
ধাপগুলো অনুসরণ করলে আপনি খুব সহজে শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্ট বের করে নিতে পারবেন তো দেরি না করে চলুন জেনে নেয়া যাক কিভাবে শুধু রোল নম্বর দিয়ে রেজাল্ট বের করা যাবে ।
শুধু রোল নাম্বার দিয়ে রেজাল্ট বের করার নিয়ম
ধাপ-১:
এই ওয়েবসাইটে ফলাফল দেখার সবচেয়ে বড় সুবিধা হল এখানে আপনি শুধু রোল দিয়েই রেজাল্ট নিতে পারবেন। যদি রেজিষ্ট্রেশন নম্বর না জানা থাকে তবুও এখান থেকে রেজিষ্ট্রেশন নম্বর ছাড়াই ফলাফল দেখতে পারবেন। প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার/ল্যাপটপের যেকোন ব্রাউজারে যেতে হবে।আমি গুগল ক্রোম ব্রাউজারে দেখাচ্ছি।আপনি আপনার সুবিধামত যেকোন ব্রাউজারে চেক করতে পারবেন।
ধাপ-২:
তারপরে এই এ্যাড্রেসবারে এই eboardresults.com ওয়েবসাইট নির্ভুলভাবে লিখতে হবে। যদি Not Found আসে তাহলে গুগলে সার্চ দিবেন তাহলে লিখতে ভুল হলেও সঠিক ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইটটি যদি সঠিক হয় তাহলে নিচের ছবির মত দেখাবে।
ধাপ-৩:
এরপরে এই পেইজে দেখানো প্রত্যেকটা বক্সে সঠিক তথ্য দিয়ে বক্সগুলো পূরণ করতে হবে।প্রথমে পরীক্ষার নাম সিলেক্ট করবেন HSC/ALIM/Equivalent তারপর পাশের সাল 2022 সিলেক্ট করবেন। এরপর আপনার বোর্ডের নাম, Result Type সিলেক্ট করবেন Individual Result তারপর আপনার পরীক্ষার রোল লিখবেন।
ধাপ-৪:
৪র্থ ধাপে নিচে এলেমেলো কয়েকটা ইংরেজি অক্ষর দেয়া থাকবে যাকে বলা হয় সিকিউরিটি কোড। সেটা ডানপাশের বক্সে নির্ভুলভাবে লিখতে হবে। যেমন নিচের ছবিতে acarid এটা ছিল তাই আমি পাশের বক্সে এই লেখাটা হুবহু লিখেছি। যদি আপনি অক্ষরগুলো না বুঝেন তাহলে Reload বাটনে ক্লিক করলে নতুন অক্ষর আসবে।
ধাপঃ ৫
সবশেষে নিচের Get Result বাটনে ক্লিক করবেন। তবে ক্লিক করার আগে সকল তথ্য আবার যাচাই করে নিবেন কোন ভুল থাকলে তা সংশোধন করে নিতে হবে। যদি কোন তথ্য ভুল হয় তাহলে কিন্তু রেজাল্ট আসবেনা।
ধাপ-৬:
সব তথ্য যদি ১০০% ঠিক থাকে তাহলে এই পেইজে আপনার কাঙ্খিত রেজাল্ট দেখাবে।আপনি ইচ্ছে করলে এই রেজাল্ট প্রিন্ট করে নিতে পারবেন।
শুধু রোল নাম্বার দিয়ে ssc রেজাল্ট বের করার নিয়ম
উপরোক্ত পদ্ধতি গুলো অনুসরণ করুন শুধুমাত্র আপনি যে পরীক্ষার রেজাল্ট দেখতে চান সেই ওয়েবসাইট গুলো নির্ধারণ করবেন যেমন এসএসসি এইচএসসি টেক একইভাবে আপনি দেখে নিতে পারবেন ।
শুধু রোল নাম্বার দিয়ে JSC রেজাল্ট বের করার নিয়ম
একই পদ্ধতিতে আপনি শুধুমাত্র রোল নম্বর দিয়ে জেএসসি রেজাল্ট দেখে নিতে পারেন আশা করি খুব সহজে আপনি এই পদ্ধতি গুলো অনুসরণ করার মাধ্যমে সহজে বের করে নিতে পারবেন ,
শুধু রোল নাম্বার দিয়ে HSC রেজাল্ট বের করার নিয়ম
প্রত্যেকটি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম একই রকম তাই আপনি উপরোক্ত পদ্ধতি গুলো অনুসরণ করে খুব সহজে রেজাল্ট বের করতে পারবেন দেরি না করে সরাসরি পদ্ধতি গুলো অনুসরণ করে রেজাল্ট বের করুন ।
আর আপনি যদি রেজাল্ট বের করা একেবারে কাঁচা হয়ে থাকেন ইন্টারনেট ব্যবহার সম্পর্কে খুব ভালো একটা জ্ঞান না থাকে তাহলে আপনি আপনার পরিচিত কাউকে এই কাজটি খুব সহজে করিয়ে নিতে পারেন আশা করি এটি আপনি খুব দ্রুত সময়ের মধ্যে করিয়ে নিতে পারবেন ।