সুরা পিল (Surah Al-Fil) অর্থসহ বাংলা উচ্চারণ

Description

সূরা ফীল মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১০৫ম সূরা। এর আয়াত সংখ্যা ৫। এ সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। ফীল আরবী শব্দ যার অর্থ হস্তী বা হাতি। এ সূরায় হস্তীবাহিনীর ঘটনা সংক্ষেপে বর্ণিত হয়েছে। তারা কা’বা গৃহকে ভূমিসাৎ করার উদ্দেশে হস্তীবাহিনী নিয়ে মক্কায় অভিযান পরিচালনা করেছিল। আল্লাহ্‌ তাআলা নগণ্য পক্ষীকূলের মাধ্যেমে তাদের বাহিনীকে নিশ্চিহ্ন করে তাদের কুমতলবকে ধুলায় মিশিয়ে দেন।

সুরা পিল (Surah Al-Fil) অর্থসহ বাংলা উচ্চারণ

اَلَمۡ تَرَ کَیۡفَ فَعَلَ رَبُّکَ بِاَصۡحٰبِ الۡفِیۡلِ

বাংলা: আলাম তারা কাইফা ফা‘আলা রাব্বুকা বিআসহা-বিল ফীল।

অর্থ: তুমি কি দেখনি যে, তোমার রব হস্তি অধিপতিদের কিরূপ (পরিণতি) করেছিলেন?

اَلَمۡ یَجۡعَلۡ کَیۡدَہُمۡ فِیۡ تَضۡلِیۡلٍ

বাংলা: আলাম ইয়াজ‘আল কাইদাহুম ফী তাদলীল

অর্থ: তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি?

وَّ اَرۡسَلَ عَلَیۡہِمۡ طَیۡرًا اَبَابِیۡلَ

বাংলা: ওয়া আরছালা ‘আলাইহিম তাইরান আবা-বীল।

অর্থ: তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পক্ষীকূল প্রেরণ করেছিলেন –

تَرۡمِیۡہِمۡ بِحِجَارَۃٍ مِّنۡ سِجِّیۡلٍ

বাংলা: তারমীহিম বিহিজা-রাতিম মিন ছিজ্জীল।

অর্থ: যারা তাদের উপর প্রস্তর কংকর নিক্ষেপ করেছিল

فَجَعَلَہُمۡ کَعَصۡفٍ مَّاۡکُوۡلٍ

বাংলা: ফাজা‘আলাহুম কা‘আসফিম মা’কূল।

অর্থ: অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করে দেন।