অচেনা কবিতা , আজকের আর্টিকেলটিতে আমরা জানব এই কবিতাটি সম্পর্কে কবিতাটির লেখক কে এবং কবিতাটি সম্পর্কে বিস্তারিত তো চলুন প্রথমেই কবিতাটি সম্পর্কে জেনে নেয়া যাক ।
এছারা ও আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন । তাহলে ভিজিট করতে পারেন আমাদের গাজী ভাই ডটকম এর মূল হোম পেজ এবং কিনতে পারেন দেশের সবচাইতে কম দামে যাবতীয় নৃত্য প্রয়োজনে প্রোডাক্ট। Gazivai.com এ ২ পিস চামড়ার বেল্ট মেশিন সহ ৫৫০ টাকা কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন

Table of Contents
অচেনা কবিতা
- রুদ্র রহমান
অচেনা তুমি –
তবুও তুমি কতটা চেনা ।
আছে কতো জানাশোনা,
নেই কি মনে কোন দেনা?
কি কড়িতে যায় গো কেনা-
তা কি বলবে না?
আশায় থাকি একটু বসে,
কখন তুমি মেসেজ কষে –
বলবে, তোমায় ভালবাসি
মন জুড়ে সব উঠবে হাসি ।
নিশ্চুপ কেন তুমি –
কাঁপছে বুকের ভূমি,
আমি জেগে আছি রাতের গহীনে –
তুমি আসবে বলে ।
অচেনা কবিতাটি কোন কাব্যগ্রন্থের
প্রিয় পাঠক অচেনা কবিতাটি কোন কাব্যগ্রন্থ নেয়া হয়েছে সেই সম্পর্কে আমরা কোন সঠিক তথ্য সংগ্রহ করতে পারিনি তাই আপনাদের এই সঠিক উত্তরটি আমরা দিতে পারতেছি না তবে আপনারা চাইলে এর উত্তরটি গুগল থেকে সংগ্রহ করে নিতে পারেন। ৫০০ টাকার কেনাকাটায় ১০,০০০ টাকার মোবাইল জিতুন কিনতে ভিজিট করুন – Gazivai.com – গাজী ভাই ডট কম

অচেনা কবিতার মূলভাব
অচেনা কবিতাটির কবি রুদ্র রহমান । এ কবিতাতে কবির কাছে একজনকে অচেনা হয়েও চেনা চেনা লাগে । এ কবিতা টি আমরা ইতিমধ্যে তুলে ধরেছি আশা করি আপনি কবিতাটি দেখে নিতে পারবেন ।
অচেনা কবিতা লিরিক্স
অচেনা কবিতা লিরিক্স আপনি বিভিন্ন মাধ্যমে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিতে পারবেন আমাদের আর্টিকেলটিতে আমরা অচেনা কবিতা ও অচেনা লিরিক্স তুলে ধরেছি ।
অচেনা কবিতা আবৃত্তি
আমাদের এই আর্টিকেলটিতে আমরা শুধুমাত্র অচেনা কবিতাটি তুলে ধরেছি এই কবিতাটির আবৃত্তি আপনি youtube থেকে কিংবা আরো বিভিন্ন মাধ্যম থেকে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিবেন ।
অচেনা কবিতা রুদ্র রহমান
এই কবিতাটি সম্পর্কে আপনার মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে আপনি আমাদেরকে সহযোগিতা করতে পারেন আশা করি মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করবেন ।