জীবন সঙ্গী কবিতা । জীবন সঙ্গী কবিতার মূলভাব

জীবন সঙ্গী কবিতা

জীবন সঙ্গী কবিতা , আজকের আর্টিকেলটিতে আমরা জানব এই কবিতাটি সম্পর্কে কবিতাটির লেখক কে এবং কবিতাটি সম্পর্কে বিস্তারিত তো চলুন প্রথমেই কবিতাটি সম্পর্কে জেনে নেয়া যাক ।

এছারা ও আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন । তাহলে ভিজিট করতে পারেন আমাদের গাজী ভাই ডটকম এর মূল হোম পেজ এবং কিনতে পারেন দেশের সবচাইতে কম দামে যাবতীয় নৃত্য প্রয়োজনে প্রোডাক্ট। Gazivai.com এ ২ পিস চামড়ার বেল্ট মেশিন সহ ৫৫০ টাকা কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন

জীবন সঙ্গী কবিতা

জীবন সঙ্গী কবিতা

মোঃ আনোয়ার ফারুক

একদিন বাবা মিটমিট হেসে বলেন,
যা হবার হয়েছে, এইবার একটা বিবাহ কর,
বয়স তো কম হয় নাই,
নাতি-নাতনির মুখ দেখে কাটাতে চাই, অবসর ৷
লজ্জায় মুখটা লাল হয়ে গেল,
ঠিক আছে বাবা, তুমি যেহেতু বলেছ ,
তোমার নাতি-নাতনি দরকার,
বিয়ে তো করতে হবে,
কি আর করার !
বাবা খবরটি ছড়িয়ে দিলেন,
বাড়ির সবার সাথে কানাকানি,
কোথায় পাবে আমার জীবন সঙ্গীনি ?
সবাই আমাকে সাথে নিয়ে রোজ রোজ,
অন্যের ঘরে পাত্রীর খোঁজ ৷
দেখে শুনে মেয়ের ভাল-মন্দ,
আমার হয় না একটাও পছন্দ ৷
এভাবেই চলে গেল চার বছর,
কেউ তামাশা করে বলে “অবিবাহিত বর” ৷
আবার, বাবার হতাশা,
কখন ঘরে নতুন প্রজন্ম আসবে এটাই আশা ৷
সিদ্ধান্ত নিলাম, আর নই সুন্দর, অসুন্দর,
শীঘ্রই সাজাবো বিবাহ বাসর ৷
অবশেষে আমার কপালে জুটল চিকচিকে কালো বউ,
সংসারে অশান্তি, সারাদিন কাউ মাউ ৷
মেয়ে আগে পছন্দ করি নাই বলে আমার পোড়া কপাল,
জানি না, ধরতে পারি কি না সংসারের হাল ৷

জীবন সঙ্গী কবিতাটি কোন কাব্যগ্রন্থের

প্রিয় পাঠক জীবন সঙ্গী কবিতাটি কোন কাব্যগ্রন্থ নেয়া হয়েছে সেই সম্পর্কে আমরা কোন সঠিক তথ্য সংগ্রহ করতে পারিনি তাই আপনাদের এই সঠিক উত্তরটি আমরা দিতে পারতেছি না তবে আপনারা চাইলে এর উত্তরটি গুগল থেকে সংগ্রহ করে নিতে পারেন। ৫০০ টাকার কেনাকাটায় ১০,০০০ টাকার মোবাইল জিতুন কিনতে ভিজিট করুন – Gazivai.com – গাজী ভাই ডট কম

জীবন সঙ্গী কবিতা

জীবন সঙ্গী কবিতার মূলভাব

জীবন সঙ্গী কবিতাটির কবি মোঃ আনোয়ার ফারুক । এ কবিতা টি আমরা ইতিমধ্যে তুলে ধরেছি আশা করি আপনি কবিতাটি দেখে নিতে পারবেন ।

জীবন সঙ্গী কবিতা লিরিক্স

জীবন সঙ্গী কবিতা লিরিক্স আপনি বিভিন্ন মাধ্যমে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিতে পারবেন আমাদের আর্টিকেলটিতে আমরা জীবন সঙ্গী কবিতা ও জীবন সঙ্গী কবিতা লিরিক্স তুলে ধরেছি ।

জীবন সঙ্গী কবিতা আবৃত্তি

আমাদের এই আর্টিকেলটিতে আমরা শুধুমাত্র জীবন সঙ্গী কবিতাটি তুলে ধরেছি এই কবিতাটির আবৃত্তি আপনি youtube থেকে কিংবা আরো বিভিন্ন মাধ্যম থেকে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিবেন ।

জীবন সঙ্গী কবিতা মোঃ আনোয়ার ফারুক

এই কবিতাটি সম্পর্কে আপনার মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে আপনি আমাদেরকে সহযোগিতা করতে পারেন আশা করি মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করবেন ।