হারানো দিনের কবিতা । লক্ষ্মণ ভাণ্ডারী

হারানো দিনের কবিতা

হারানো দিনের কবিতা , আজকের আর্টিকেলটিতে আমরা জানব এই কবিতাটি সম্পর্কে কবিতাটির লেখক কে এবং কবিতাটি সম্পর্কে বিস্তারিত তো চলুন প্রথমেই কবিতাটি সম্পর্কে জেনে নেয়া যাক ।

এছারা ও আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন । তাহলে ভিজিট করতে পারেন আমাদের গাজী ভাই ডটকম এর মূল হোম পেজ এবং কিনতে পারেন দেশের সবচাইতে কম দামে যাবতীয় নৃত্য প্রয়োজনে প্রোডাক্ট। Gazivai.com এ ২ পিস চামড়ার বেল্ট মেশিন সহ ৫৫০ টাকা কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন

হারানো দিনের কবিতা

হারানো দিনের কবিতা

  -লক্ষ্মণ ভাণ্ডারী

হারানো দিনের পুরানো স্মৃতি
আজও মোরে শুধু কাঁদায়।
বিকেল হলে হা-ডু-ডু খেলা
সেই পূরানো বটের ছায়ায়।

ইস্কুল হতে বাড়ি ফিরে এসে
মায়ের হাতে ভাত খাওয়া।
সন্ধ্যাবেলায় মায়ের হাত ধরে
দূর্গা ভবানী মন্দিরে যাওয়া।

শাঁখের শব্দে জেগেওঠে পাড়া
সন্ধ্যায় মন্দিরে ঘণ্টা বাজে,
পুলক জাগে মোর মনের গহনে
কত ব্যথা লাগে হৃদয়মাঝে।

আর সব কিছু ভুলে গেছি
শুধু ভুলিনি সেই দিনগুলি,
পাড়ার মাঠে সবাই মিলে
খেলতাম রোজ ডাং- গুলি।

হারানো দিনের পুরানো স্মৃতি
আজও মোরে শুধু কাঁদায়।
দিনের শেষে আলোক লুকায়
সেই পূরানো বটের ছায়ায়।

৫০০ টাকার কেনাকাটায় ১০,০০০ টাকার মোবাইল জিতুন কিনতে ভিজিট করুন – Gazivai.com – গাজী ভাই ডট কম

হারানো দিনের কবিতা

হারানো দিনের কবিতাটি কোন কাব্যগ্রন্থের

প্রিয় পাঠক হারানো দিনের কবিতাটি কোন কাব্যগ্রন্থ নেয়া হয়েছে সেই সম্পর্কে আমরা কোন সঠিক তথ্য সংগ্রহ করতে পারিনি তাই আপনাদের এই সঠিক উত্তরটি আমরা দিতে পারতেছি না তবে আপনারা চাইলে এর উত্তরটি গুগল থেকে সংগ্রহ করে নিতে পারেন।

হারানো দিনের কবিতার মূলভাব

হারানো দিনের কবিতাটির লেখক লক্ষ্মণ ভাণ্ডারী । এ কবিতাতে আমরা দেখতে পাই কবিতাটিতে লেখক হারানো দিনের কথা উল্লেখ করেছেন। এ কবিতা টি আমরা ইতিমধ্যে তুলে ধরেছি আশা করি আপনি কবিতাটি দেখে নিতে পারবেন । Gazivai.com এ বোরকা হিজাব মাত্র ৪৯৯ টাকা কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন

হারানো দিনের কবিতা

হারানো দিনের কবিতা লিরিক্স

হারানো দিনের কবিতা লিরিক্স আপনি বিভিন্ন মাধ্যমে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিতে পারবেন আমাদের আর্টিকেলটিতে আমরা হারানো দিনের কবিতা ও হারানো দিনের কবিতার লিরিক্স তুলে ধরেছি ।

হারানো দিনের কবিতা আবৃত্তি

আমাদের এই আর্টিকেলটিতে আমরা শুধুমাত্র হারানো দিনের কবিতাটি তুলে ধরেছি এই কবিতাটির আবৃত্তি আপনি youtube থেকে কিংবা আরো বিভিন্ন মাধ্যম থেকে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিবেন ।

হারানো দিনের কবিতা লক্ষ্মণ ভাণ্ডারী

এই কবিতাটি সম্পর্কে আপনার মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে আপনি আমাদেরকে সহযোগিতা করতে পারেন আশা করি মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করবেন ।