আমি শিক্ষক কি কবিতা , আজকের আর্টিকেলটিতে আমরা জানব এই কবিতাটি সম্পর্কে কবিতাটির লেখক কে এবং কবিতাটি সম্পর্কে বিস্তারিত তো চলুন প্রথমেই কবিতাটি সম্পর্কে জেনে নেয়া যাক ।
এছারা ও আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন । তাহলে ভিজিট করতে পারেন আমাদের গাজী ভাই ডটকম এর মূল হোম পেজ এবং কিনতে পারেন দেশের সবচাইতে কম দামে যাবতীয় নৃত্য প্রয়োজনে প্রোডাক্ট। Gazivai.com এ ২ পিস চামড়ার বেল্ট মেশিন সহ ৫৫০ টাকা কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন

Table of Contents
আমি শিক্ষক কবিতা
- শাকিলা নাছরিন পাপিয়া
জানতে চাও, কে আমি?
আমি ব্রিটিশ আমলের পন্ডিতমশাই,
আজও হিসাব মিলাতে পারিনি
তিন ঠ্যাংওয়ালা কুকুরের কত পায়ের সমান
আমি আর আমার পরিবার।
আমি তালসোনাপুরের সেই তালেব মাস্টার
শিক্ষার্থীরা যার ব্যারিস্টার হয়,
পুত্র মরে বিনা চিকিৎসায়
কন্যা আত্মঘাতী অনাহারে।
ইয়াদআলী মাস্টার আমি
স্ত্রীর ছেঁড়া শাড়ির আঁচলে
উঁকি দেয় স্বপ্ন যার।
লজ্জায়, অপমানে, অবনত শিরে
শত শত বছরের দরিদ্রতাকে বহন করি
তিন আমলেও মিলে না অংক আমার।
বদলে যায় সমাজ, বদলে যায় দেশ
উন্নয়নে উন্নয়নে পৌঁছে যাই মধ্যম ধাপে।
টিভির পর্দায়, পত্রিকার পাতায়
জ্বলজ্বল করে আমারই সৃষ্টির মুখচ্ছবি।
ছোট ছোট মাথাগুলো বড় হতে হতে
নাগাল পায় না শীর্ণ হাত।
ন্যুজ দেহে, ঝাঁপসা চোখে
অক্ষম, অথর্ব, ফাঁকিবাজ বিশেষণে
নষ্ট মানুষের সততার বাণী শ্রবণে
ধন্য হই অবিরত।
যখন নিভে যায় সব আলো
ধ্বংসস্তুপে রচিত হয় স্বপ্নের সমাধী
এতোটুকু আলো থাকে না অবশিষ্ট
মানুষগুলো যন্ত্রের মতো নিষ্প্রাণ বাঁচে।
সেই আঁধারে আলো হাতে
সেই ধ্বংসস্তুপে নির্মানের স্বপ্ন নিয়ে
সেই হতাশায় আশা হয়ে
মানুষের মাঝে গড়ি নতুন মানুষ।
বছরের পর বছর কাটে অপেক্ষায়
একটা সূর্য মানব তৈরির প্রতিজ্ঞায়
সাহসী, সত্যবাদী আগমনের পথ চেয়ে
একজন একলব্যের গুরুদক্ষিণার প্রত্যাশায়
আজও স্বপ্ন বুনি নীরবে নিভৃতে।
চিনতে পেরেছো এবার ?
আমি শিল্পী, আমি শিক্ষক।
৫০০ টাকার কেনাকাটায় ১০,০০০ টাকার মোবাইল জিতুন কিনতে ভিজিট করুন – Gazivai.com – গাজী ভাই ডট কম

আমি শিক্ষক কি কবিতাটি কোন কাব্যগ্রন্থের
প্রিয় পাঠক আমি শিক্ষক কবিতাটি কোন কাব্যগ্রন্থ নেয়া হয়েছে সেই সম্পর্কে আমরা কোন সঠিক তথ্য সংগ্রহ করতে পারিনি তাই আপনাদের এই সঠিক উত্তরটি আমরা দিতে পারতেছি না তবে আপনারা চাইলে এর উত্তরটি গুগল থেকে সংগ্রহ করে নিতে পারেন।
জীবন মানে কি কবিতার মূলভাব
জীবন মানে কি কবিতাটির লেখক শাকিলা নাছরিন পাপিয়া । এ কবিতাতে আমরা দেখতে পাই কবিতাটিতে কবি নিজেকে শিক্ষক বলে পরিচয় দিয়েছেন । এ কবিতা টি আমরা ইতিমধ্যে তুলে ধরেছি আশা করি আপনি কবিতাটি দেখে নিতে পারবেন । Gazivai.com এ টি-শার্ট ও পাঞ্জাবি মাত্র ২৯৯ টাকা কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন

আমি শিক্ষক কবিতা লিরিক্স
আমি শিক্ষক কবিতা লিরিক্স আপনি বিভিন্ন মাধ্যমে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিতে পারবেন আমাদের আর্টিকেলটিতে আমরা আমি শিক্ষক কবিতা ও আমি শিক্ষক কবিতার লিরিক্স তুলে ধরেছি ।
আমি শিক্ষক কবিতা আবৃত্তি
আমাদের এই আর্টিকেলটিতে আমরা শুধুমাত্র আমি শিক্ষক কবিতাটি তুলে ধরেছি এই কবিতাটির আবৃত্তি আপনি youtube থেকে কিংবা আরো বিভিন্ন মাধ্যম থেকে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিবেন ।
আমি শিক্ষক কবিতা শাকিলা নাছরিন পাপিয়া
এই কবিতাটি সম্পর্কে আপনার মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে আপনি আমাদেরকে সহযোগিতা করতে পারেন আশা করি মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করবেন ।