কেমন আছো কবিতা । তৌফিক আল-ইমরান

কেমন আছো কবিতা

কেমন আছো কবিতা , আজকের আর্টিকেলটিতে আমরা জানব এই কবিতাটি সম্পর্কে কবিতাটির লেখক কে এবং কবিতাটি সম্পর্কে বিস্তারিত তো চলুন প্রথমেই কবিতাটি সম্পর্কে জেনে নেয়া যাক ।

এছারা ও আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন । তাহলে ভিজিট করতে পারেন আমাদের গাজী ভাই ডটকম এর মূল হোম পেজ এবং কিনতে পারেন দেশের সবচাইতে কম দামে যাবতীয় নৃত্য প্রয়োজনে প্রোডাক্ট। Gazivai.com এ ২ পিস চামড়ার বেল্ট মেশিন সহ ৫৫০ টাকা কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন

কেমন আছো কবিতা

কেমন আছো কবিতা

  -তৌফিক আল-ইমরান

কেমন আছো তুমি?
জানতে খুব ইচ্ছে করে-
বেলা শেষের সূর্যরশ্মি কি এখনও ঝলমলায়?
সে রশ্মিতে এখনও কি সময় কাটাও?
পড়ন্ত বিকেলে গোধূলীর শেষ সীমানায়
তুমি থাকতে আমি থাকতাম
একসাথে দুজনা সময় কাটাতাম।
দেনের শেষ আলোটুকু যখন ফুরিয়ে যেত
আমাদেরও বাড়ি ফেরা হতো।
চাঁদ যখন মেঘে লুকোচুরি খেলতো
তুমিও আমার সাথে তেমন মেতে থাকতে
এসবই যদিও আজ স্মৃতি।
সাত সমুদ্র পারি দিয়ে দূরে আমি আজ
এরি মাঝে নিতে পারিনি কোন খোজ
আর নেয়ারও কোন উপায় ছিলোনা
তাই যোগাযোগ আর হলোনা।
দূর থেকে মনটা শুধু জানতে চায়
কেমন আছো তুমি?
কেমন আছে তোমার মন?
নাকি তুমি অন্যের এখন?

জানতে ইচ্ছে করে-
তোমার কালো চুলে এখনও কি বেনি বাধো?
যেথা গেথে দিতাম পুস্প মালা।
মেঠো পথে সরষে মাঠে আউশের ফাকে
ঘুরে বেড়াতাম সারাক্ষণ পথের বাঁকে।
তুমি গাইতে গুঙ্গুন করে
আমি সুর মেলাতাম মৃদু সুরে।
নরম ঘাসের উপড় আলত করে বসতে
আমার মাথালটারে তমার উরুতে রাখতে।
চোখ যায় যতদূর দিগন্তে
বলতে; পাখিরা কেন উড়ে যায়,
কেনইবা তারা বাসা বাধে!
দরাজ কন্ঠে বলতাম; সুখি হতে চায় বলে।
আবার হাটতাম সমুদ্র তীরে বালুকাতে
বুনোহাঁস যেথা করে বিচরণ শতে শতে
তুমি একের পর এক উপভোগ করতে,
উপভোগ করতে মুখরিত প্রকৃতি।
ইচ্ছে হত সে পাখিদের মাঝে মিশে যাই
যেথা খুশি উড়ে যাই।
কিন্তু এসবই আজ স্মৃতি
জীবনে হয়ে এসেছিল যা প্রীতি।

জানতে ইচ্ছে করে-
কেমন আছো তুমি?
তুমি কি সে সরষে ফুল এখনও দেখো?
আউশের মাঠে এখনও কি হাটো?
সে অতিথি পাখিদের দেখো এখনও?
আমাকে নিয়ে কি এখনও সুখী হতে চাও?
নাকি নতুন করে অন্যকে ভাবো?

জানতে খুব ইচ্ছে করে-
তোমার গোলাপী মিষ্টি সে ঠোঁটে
এখনও কি গোলাপী রঙ বসে?
নাকি সেথায় নতুন ভ্রমর বসে?
তোমার সুখের মিষ্টি হাসি এখনও আছে?
যে চাঁদ বদনের হাসিতে জ্যোৎস্না ঝরতো
কুড়িয়ে নিতাম সে জ্যোৎস্না হৃদয় পাত্রে
ক্ষণপ্রভাও চমকাতোনা যে হাসিতে
করে সে শ্রদ্ধা এ হাসিকে।
আমি যখন তমার সম্মুখে যেতাম,
তুমি করতে প্রশ্ন এটা সেটা!
তোমার মুখশ্রী দর্শাতেই সব ভুলে যেতাম
না বুঝে কখনও মাথা নাড়াতাম
আর তাই মাঝে মাঝে বোকা বনে যেতাম।

জানতে ইচ্ছে করে অবশেষে-
কেমন আছো তুমি?
কেমন আছে তোমার মন?
যা ছিল আমার চির আপন।

৫০০ টাকার কেনাকাটায় ১০,০০০ টাকার মোবাইল জিতুন কিনতে ভিজিট করুন – Gazivai.com – গাজী ভাই ডট কম

কেমন আছো কবিতা

কেমন আছো কবিতাটি কোন কাব্যগ্রন্থের

প্রিয় পাঠক কেমন আছো কবিতাটি কোন কাব্যগ্রন্থ নেয়া হয়েছে সেই সম্পর্কে আমরা কোন সঠিক তথ্য সংগ্রহ করতে পারিনি তাই আপনাদের এই সঠিক উত্তরটি আমরা দিতে পারতেছি না তবে আপনারা চাইলে এর উত্তরটি গুগল থেকে সংগ্রহ করে নিতে পারেন।

কেমন আছো কবিতার মূলভাব

কেমন আছো কবিতাটির লেখক তৌফিক আল-ইমরান । এ কবিতা টি আমরা ইতিমধ্যে তুলে ধরেছি আশা করি আপনি কবিতাটি দেখে নিতে পারবেন । Gazivai.com এ মেয়েদের থ্রি-পিস ৪৫০ টাকা কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন

কেমন আছো কবিতা

কেমন আছো কবিতা লিরিক্স

কেমন আছো কবিতা লিরিক্স আপনি বিভিন্ন মাধ্যমে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিতে পারবেন আমাদের আর্টিকেলটিতে আমরা কেমন আছো কবিতা ও কেমন আছো কবিতার লিরিক্স তুলে ধরেছি ।

কেমন আছো কবিতা আবৃত্তি

আমাদের এই আর্টিকেলটিতে আমরা শুধুমাত্র কেমন আছো কবিতাটি তুলে ধরেছি এই কবিতাটির আবৃত্তি আপনি youtube থেকে কিংবা আরো বিভিন্ন মাধ্যম থেকে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিবেন ।

কেমন আছো কবিতা তৌফিক আল-ইমরান

এই কবিতাটি সম্পর্কে আপনার মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে আপনি আমাদেরকে সহযোগিতা করতে পারেন আশা করি মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করবেন ।