এক সাগর রক্তের বিনিময়ে লিরিক্স

এক সাগর রক্তের বিনিময়ে লিরিক্স

এক সাগর রক্তের বিনিময়ে লিরিক্স আমাদের আর্টিকেলটিতে আমরা তুলে ধরব তো চলুন জেনে নেয়া যাক এটি দুটি ভার্সন রয়েছে প্রথমটি হচ্ছে এই গানটি আপনি ইন্টারনেট থেকে ইউটিউব থেকে চাইলে শুনে নিতে পারেন ।

দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে আমরা এই গানটি তুলে ধরছি আপনি চাইলে এই গানটি এখান থেকে দেখে নিতে পারেন অথবা আপনি চাইলে এই গানটি নিচে যে দেয়া রয়েছে সেগুলো দিয়ে নিজের মতো করে সুর করে নিতে পারেন । স্কুল-কলেজের পাঠ্যপুস্তক দেশি-বিদেশি বিখ্যাত বই কিনতে ক্লিক করুন – এখনি কিনুন

এক সাগর রক্তের বিনিময়ে

এক সাগর রক্তের বিনিময়ে

এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলবো না
আমরা তোমাদের ভুলবো না
দুঃসহ বেদনার কণ্টক পথ বেয়ে
শোষণের নাগপাশ ছিঁড়লে যারা
আমরা তোমাদের ভুলবো না
আমরা তোমাদের ভুলবো না
যুগের নিষ্ঠুর বন্ধন হতে
মুক্তির এ বারতা আনলে যারা
যুগের নিষ্ঠুর বন্ধন হতে
মুক্তির এ বারতা আনলে যারা
আমরা তোমাদের ভুলবো না
ভুলবো না, ভুলবো না
এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলবো না
আমরা তোমাদের ভুলবো না
কৃষাণ-কৃষাণীর গানে গানে
কৃষাণ-কৃষাণীর গানে গানে
পদ্মা-মেঘনার কলতানে
বাউলের একতারাতে
বাউলের একতারাতে
আনন্দ ঝংকারে
আনন্দ ঝংকারে, আনন্দ ঝংকারে
তোমাদের নাম ঝংকৃত হবে
ঝংকৃত হবে, ঝংকৃত হবে, ঝংকৃত হবে
নতুন স্বদেশ গড়ার পথে
তোমরা চিরদিন দিশারী রবে
নতুন স্বদেশ গড়ার পথে
তোমরা চিরদিন দিশারী রবে
আমরা তোমাদের ভুলবো না
ভুলবো না, ভুলবো না
এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলবো না
আমরা তোমাদের ভুলবো না

এক সাগর রক্তের বিনিময়ে লিরিক্স

এই গানটি সম্পর্কে আপনার যাবতীয় প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আপনি সেটি আমাদেরকে লিখে জানাতে পারেন মূল্যবান তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন ।

এছাড়াও আজকের এক সাগর রক্তের বিনিময়ে এই গানটির লেখক কে এ সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর নানা তথ্য আপনি আমাদেরকে জানাতে পারেন মূল্যবান তথ্য ও কমেন্টের মাধ্যমে এছাড়াও ।

আপনি যদি এক সাগর রক্তের বিনিময়ে রিলিক্স এই গানটিতে যে সকল প্রোডাক্টের বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন প্রোডাক্টগুলো অর্ডার করতে চান সংগ্রহ করতে চান দেশের যেকোন প্রান্ত থেকে তাহলে অর্ডার করে সংগ্রহ করে নিতে পারেন ।

বাংলাদেশের প্রত্যন্ত থানার শহর থেকে বাংলাদেশের প্রত্যন্ত জেলা শহর থেকে বাংলাদেশের প্রত্যন্ত বিভাগীয় শহরগুলো থেকে আপনি হোম ডেলিভারি সুবিধার মাধ্যমে অর্ডার করে সাহায্য করতে পারবেন ।

নিরাপদে নিশ্চিন্তে দেশের যেকোন প্রান্ত থেকে অর্ডার করুন সংগ্রহ করুন দেশের যেকোনো প্রান্ত থেকে অর্ডার করে সংগ্রহ করুন এবং এগুলো আপনি নিরাপদে ও নিশ্চিন্তে ব্যবহার করুন ।