বন্ধুত্বের কবিতা । তাসফিয়া আক্তার তৃষা

বন্ধুত্বের কবিতা

বন্ধুত্বের কবিতা আজকের আর্টিকেলটিতে আমরা জানব এই কবিতাটি সম্পর্কে কবিতাটির লেখক কে এবং কবিতাটি সম্পর্কে বিস্তারিত তো চলুন প্রথমেই কবিতাটি সম্পর্কে জেনে নেয়া যাক ।

এছারা ও আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন । তাহলে ভিজিট করতে পারেন আমাদের গাজী ভাই ডটকম এর মূল হোম পেজ এবং কিনতে পারেন দেশের সবচাইতে কম দামে যাবতীয় নৃত্য প্রয়োজনে প্রোডাক্ট। Gazivai.com এ টি-শার্ট ও পাঞ্জাবি মাত্র ২৯৯ টাকা কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন

বন্ধুত্বের কবিতা

বন্ধুত্বের কবিতা

বন্ধুত্বের কবিতা – – তাসফিয়া আক্তার তৃষা

তোর মন খারপের রাতে
যখন একলা আকাশ দেখিস,
খুব কাছেই আমি আছি
তোর ইচ্ছে হলে ডাকিস।

তোর রঙিন স্বপ্ন সব
যদি হারিয়ে ফেলে রং,
গোধুলীর আবীর মেখে
তোর রাঙিয়ে দিবো মন।

দুঃখের কালো মেঘ
যদি আসে আঁধার করে,
আমি উড়িয়ে দিবো সব,
সুখের কালবৈশাখী ঝড়ে।

বন্ধু আমরা দুজন
বন্ধু ছিলাম,থাকবো,আছি,
একটাই তো জীবন
আয়,সুখ নিয়ে চল বাঁচি।
“বন্ধু তুমি আপন হয়ে,
বাধলে বুকে ঘর
কষ্ট পাব আমায় যদি,
করে দাও পর।
সুখের নদী হয়না যেন
দুঃখের বালু চর।
সব সময় নিও বন্ধু তুমি
আমার খবর..!!”Gazivai.com এ ব্রান্ডের ঘড়ি মাত্র ৯০০ টাকা কিনতে ক্লিক করুন – এখনই কিনুন

বন্ধুত্বের কবিতা

বন্ধুত্বের কবিতার মূলভাব

বন্ধুত্বের কবিতায় তাসফিয়া আক্তার তৃষা তার বন্ধুকে নিয়ে বলেছেন । তার বন্ধুকে বলেছেন রাতে মন খারাপ হলে তাকে ডাকতে । আরও তার বন্ধুকে বলেছেন এই বন্ধুত্ব ছিতদিন থাকবে জতদ্দিন তারা দুজনে বেঁচে আছে । ইতিমধ্যে উপরে দেশের জন্য কবিতাতে তা তুলে ধরেছি আশা করি আপনি কবিতাটি দেখে নিতে পারবেন কবিতাটি উপরে দেয়া রয়েছে উপর থেকে কবিতাটি দেখে নিন । Gazivai.com এ মেয়েদের থ্রি-পিস ৪৫০ টাকা কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন

বন্ধুত্বের কবিতা

বন্ধুত্বের কবিতা লিরিক্স

বন্ধুত্বের কবিতা লিরিক্স আপনি বিভিন্ন মাধ্যমে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিতে পারবেন আমাদের আর্টিকেলটিতে আমরা বন্ধুত্বের কবিতা লিরিক্স ও দেশের জন্য কবিতাটি তুলে ধরেছি ।

দেশের জন্য কবিতা আবৃত্তি

আমাদের এই আর্টিকেলটিতে আমরা শুধুমাত্র বন্ধুত্বের কবিতাটি তুলে ধরেছি এই কবিতাটির আবৃত্তি আপনি youtube থেকে কিংবা আরো বিভিন্ন মাধ্যম থেকে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিবেন ।

বন্ধুত্বের কবিতা তাসফিয়া আক্তার তৃষা

এই কবিতাটি সম্পর্কে আপনার মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে আপনি আমাদেরকে সহযোগিতা করতে পারেন আশা করি মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করবেন ।