আমি হব সকাল বেলার পাখি সম্পূর্ণ কবিতা আজকের আর্টিকেলটিতে আমরা জানব এই কবিতাটি সম্পর্কে কবিতাটির লেখক কে এবং কবিতাটি সম্পর্কে বিস্তারিত তো চলুন প্রথমেই কবিতাটি সম্পর্কে জেনে নেয়া যাক ।
আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করেন । তাহলে ভিজিট করতে পারেন আমাদের গাজী ভাই ডটকম এর মূল হোম পেজ এবং কিনতে পারেন দেশের সবচাইতে কম দামে যাবতীয় নৃত্য প্রয়োজনে প্রোডাক্ট।
Table of Contents
আমি হব সকাল বেলার পাখি সম্পূর্ণ কবিতা
আমি হব
– কাজী নজরুল ইসলাম
আমি হব সকাল বেলার পাখি
সবার আগে কুসুমবাগে উঠব আমি ডাকি।
সুয্যিমামা জাগার আগে উঠব আমি জেগে,
‘হয়নি সকাল, ঘুমো এখন’ মা বলবেন রেগে।
বলব আমি ‘আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো,
হয়নি সকাল তাই বলে কি সকাল হবে নাকো?
আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে?
তোমার মেয়ে উঠলে গো মা রাত পোহাবে তবে।’
উষা দিদির ওঠার আগে উঠব পাহাড়-চূড়ে,
দেখব নীচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে।
ঘুমায় সাগর বালুচরে নদীর মোহনায়,
বলব আমি, ‘ভোর হল যে, সাগর ছুটে আয়’।
ঝরনা-মাসি বলবে হাসি, ‘খুকি এলি না কি?’
বলব আমি, ‘নইকো খুকি, ঘুম-জাগানো পাখি। ’
আমি হব সকাল বেলার পাখি কবিতার মূলভাব
আমি হব সকাল বেলার পাখি এ কবিতাটির মূলভাব হচ্ছে ছেলেটি সকাল বেলার পাখি হতে চাই এবং সবার আগে ঘুম থেকে উঠতে চায় এ কবিতাটির মূলভাব দ্বারা সাধারণত এটি বুঝা যায়।
আমি হব সকাল বেলার পাখি লিরিক্স
আমি হব সকাল বেলার পাখি লিরিক্স আপনি বিভিন্ন মাধ্যমে পেয়ে যাবেন আশা করি সেখান থেকে দেখে নিতে পারবেন আমাদের আর্টিকেলটিতে আমরা শুধুমাত্র আমি হব সকাল বেলার পাখি তুলে ধরেছি ।
আমি হব সকাল বেলার পাখি লেখক
আমি হব সকাল বেলার পাখি এ কবিতাটির লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম এটি আমরা উপরের অংশে তুলে ধরেছি আশা করি আমাদের আর্টিকেলটির মাধ্যমে আপনি এই কবিতাটির নাম জানতে পেরেছেন
আমি হব সকাল বেলার পাখি কবিতার নাম
এই কবিতাটি সম্পর্কে আপনার মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে আপনি আমাদেরকে সহযোগিতা করতে পারেন আশা করি মূল্যবান তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করবেন ।