রোজার নিয়ত বাংলা অর্থ , রোজার নিয়ত আরবি, রমজানের রোজা রাখা যেমন ফরজ তেমনি রোজার জন্য নিয়ত করাও ফরজ। রোজা বা সিয়াম মুসলমানদের জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রত্যেক সবল মুসলিম নর-নারীর জন্য রমজানের রোজা পালন করা ফরজ মানে বাধতামূলক।
রমজানের রোজা রাখার জন্য নিয়ত করা ফরজ। নিয়ত না করলে রোজা শুদ্ধ হবে না। নীচে রোজার নিয়ত আরবি এবং বাংলা দুই ভাবেই দেয়া হয়েছে।
এছারা আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে ভালোবাসেন তাহলে ভিজিট করতে পারেন আমাদের ই-কমার্স ওয়েবসাইট আমাদের ই-কমার্স ওয়েবসাইট এর ঠিকানা হচ্ছে। Gazivai.com এ টি-শার্ট ও পাঞ্জাবি মাত্র ২৯৯ টাকা কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন

রোজার নিয়ত বাংলা অর্থ
রোজার নিয়ত বাংলা
রোজা রাখার নিয়ত আরবিতে বা বাংলা উচ্চারণ আপনি যেভাবেই করেন না কেন রোজা রাখার পূর্বে রোজা রাখার নিয়ত করা জরুরি। তবে এটা জরুরী নয় যে আপনাকে আরবীতে নিয়ত করতে হবে। আপনি নিজের ভাষায় ইচ্ছা পোষণ করতে পারেন তাতে কোন সমস্যা নেই। রোজা রাখার নিয়ত সম্পূর্ণ বাংলা অর্থ সরকারের নিচে বর্ণনা করা হলো-
বাংলা অর্থ : হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। Gazivai.com এ ফর্সা হওয়ার ক্রিম ও বডি লোশন কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন

রোজার নিয়তের বাংলা উচ্চারণ
বাংলা উচ্চারন: নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
রোজার নিয়ত আরবি
نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
আরবি রোজার নিয়তের বাংল উচ্চারণঃ নাওয়াইতু আং আছুম্মা গাদাম্ম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আংতাস সামিউল আলিম।
রোজার নিয়ত বাংলায়ঃ হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার জন্য মনের ইচ্ছা (নিয়ত) পোষণ করলাম।
অতএব, হে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা অর্থাৎ পানাহার থেকে বিরত থাকাকে) কবুল করে নাও, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। Gazivai.com এ ৫০০ টাকা চুল ও গোপন অঙ্গের পশম কাটার ট্রিমার কিনতে ক্লিক – এখনই কিনুন

রোজার ফজিলত
রমজান সম্পর্কে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ সাহাবাদের উদ্দেশ্যে ঘোষণা করে দিতেন যে, তোমাদের দরজা বরকতময় মাস রমজান এসেছে। এরপর রাসুল সাঃ কুরআনে ঘোষণা করে দিয়েছেন এ মাসের বিশেষ ফজিলত সম্পর্কে। আর সেটি ফজিলত হচ্ছে- হে ঈমানদারগণ। তোমাদের উপর রোজা রাখা ফরজ হয়েছে যেভাবে তোমাদের পূর্বপুরুষরা রোজা রেখে এসেছে এবং তাদের উপরে রোজা ফরজ হয়েছিল। আর এভাবে তোমরা মুত্তাকী হতে পারবে।
রমজান মাসের অন্যান্য ফজিলত সমুহ হচ্ছে-
রোজা পালন করা তৃতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ
পবিত্র আল কোরআন পাঠ করলে বেশি সওয়াব ( কারণ এই রমজান মাসে কুরআন নাযিল হয়েছিল)
রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়
রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয়
শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়
লাইলাতুল কদর অর্থাৎ শবে কদর পালন করা হয়
দোয়া কবুল হওয়ার মাস
জাহান্নাম থেকে মুক্তির মাস
মহান আল্লাহ তা’আলার নিকট হতে ক্ষমা পাওয়ার মাস
সৎকাজের প্রতিদান বহুগুণে বেড়ে যায়
রোজাদারদের সম্মান দেয়া হয়
হজের সওয়াব পাওয়া যায় ইত্যাদি
আমরা চেষ্টা করেছি আজকের পোস্ট এর সাহায্যে সবাইকে রোজার নিয়ত বাংলা অর্থ এ সম্পর্কে জানাতে। অন্যদিকে রোজার নিয়ত আরবি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে। সবার সাথে পোস্টটি শেয়ার করুন যাতে সবাই শবে মেরাজের নামাজ সম্পর্কে বিস্তারিত জানতে পারে।