নামাজের নিয়ত বাংলা উচ্চারণ । বিস্তারিত জানুন

নামাজের নিয়ত বাংলা উচ্চারণ

নামাজের নিয়ত বাংলা উচ্চারণ , হাদিসে পাকের মধ্যে আসছে প্রত্যেক কাজের বিনিময় তার নিয়তের উপর বর্তায় অর্থাৎ যার নিয়ত যেমন হবে তার প্রতিধান সেরকম দেয়া হবে, তাই আমাদের নিয়তকে শুদ্ধ করা দরকার। আজ আমরা নামাজ পড়ি অথছ আমরা নামাজের নিয়ত  করি না যদিও নামাজের নিয়ত আরবীতে বলা জরুরি না ।

এছাড়াও আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে ভালোবাসেন তাহলে ভিজিট করতে পারেন আমাদের ই-কমার্স ওয়েবসাইট আমাদের ই-কমার্স ওয়েবসাইট এর ঠিকানা হচ্ছে। Gazivai.com এ ৪৫ টাকা থেকে জুতার দাম শুরু কিনতে এক্ষুনি ক্লিক করুন – এখনই কিনুন 

নিয়াত শব্দের শাব্দিক অর্থ হলো, এরাদা/উদ্দেশ্য করা ।
প্রত্যেক ইবাদাত অথবা দুনিয়ার কোন কাজের জন্য নিয়াত অত্যান্ত জরুরী ।
বোখারী শরীফের প্রথম হাদিসে নিয়াত সম্পর্কে বলা হয়েছে ।
হযরত উমার ফারুক (রাঃ) থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
انما الاعمال بالنيات
সমস্ত কর্মই সম্পন্ন হয় নিয়াতের উপর ।

নামাজের নিয়ত বাংলা উচ্চারণ

নিয়াত বা উদ্দেশ্য দুনিয়াবী কাজকর্মের ক্ষেত্রে এবং ইবাদতের ক্ষেত্রে অত্যন্ত জরুরী । আপনি কাল কি কাজ করবেন, কোথায় যাবেন, কি খাবেন, সমস্ত কিছুর একটি উদ্দেশ্য বা নিয়ত মনের মধ্যে থাকে। তেমনি ইবাদত এর ক্ষেত্রেও আপনি কোন ওয়াক্তের কোন নামাজ, কত রাকাত পড়বেন ওয়াজিব নামাজ নাকি ফরজ নামাজ, সুন্নত নামাজ নাকি নফল নামাজ তারও নিয়াত অবশ্যই থাকতে হবে ।

নামাজের নিয়ত বাংলা উচ্চারণ

ফজরের নামাজ ৪ রাকায়াত

“নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি, সুন্নাতা রাসুলিল্লা-হি তাআলা মুতাও য়াজজিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার”। Gazivai.com এ  ৫০০ টাকা  চুল ও গোপন অঙ্গের পশম কাটার ট্রিমার কিনতে ক্লিক – এখনই কিনুন

নামাজের নিয়ত বাংলা উচ্চারণ

অর্থ/বাংলায় নিয়াত:-
“আমি দুই রাকাত ফজরের সুন্নত নামাজের নিয়াত করছি আল্লাহ তা’আলার জন্য, মুখ আমার কাবা’ শরিফের দিকে আল্লাহু আকবার” ।

ফজরের ২ রাকাত ফরজ নামাজের আরবি নিয়াত:-
نويت ان اصلي لله تعالى ركعتى صلواة الفجر فرض الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر
বাংলায় উচ্চারণ:- নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি, ফারজাল্লা-হি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

অর্থ/বাংলায় নিয়াত:-
“আমি দুই রাকাত ফজরের ফরজ নামাজের নিয়াত করছি আল্লাহ তা’আলার জন্য, মুখ আমার কাবা’ শরিফের দিকে আল্লাহু আকবার” ।

বিশেয় দ্রষ্টব্যঃ ইমাম হলে-(জামাতের যদি কেউ ইমাম হয়) তাহলে, মুতাওয়াজ্জিহান এর আগে “আনা ইমামুল্লিমান হাজারা ও মাইয়্যাফজুরু” বলবে, আর মুক্তাদী হলে মুতাওয়াজ্জিহান এর আগে “এক্তাদাইতু বিহা-যাল ইমাম’ বলবে ।

আর একা নামাজ পড়লে বলার প্রয়োজন নেই । জামাতে নামাজ আদায় করার ক্ষেত্রে ইমাম ও মুক্তাদীকে এ বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে ।

নামাজের নিয়ত বাংলা উচ্চারণ

(২) জোহরের নামাজ
জোহরের নাময মোট ১২ রাকাত।
৪ রাকায়াত সুন্নাত ৪ রাকায়াত ফরজ ২ রাকায়াত সুন্নাত ২ রাকায়াত নফল ।

জোহরের ৪ রাকায়াত সুন্নত নামাজের আরবি নিয়াত:-
نويت ان اصلي لله تعالى اربع ركعات صلواة الظهر سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر
বাংলায় উচ্চারণ:- “নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি-তাআলা আরবাআ রাকয়াতি সালাতিজ জুহরি সুন্নাতা রাসুলিল্লা-হি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার”।

অর্থ/বাংলায় নিয়াত:-
“আমি ৪রাকায়াত জোহজের সুন্নাত নামাজের নিয়াত করছি আল্লাহ তা’আলার জন্য, মুখ আমার কাবা’ শরিফের দিকে আল্লাহু আকবার” ।

জোহরের ৪ রাকায়াত ফরজ নামাজের আরবি নিয়ত:-
نويت ان اصلي لله تعالى اربع ركعات صلواة الظهر فرض الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر
বাংলায় উচ্চারণ :- “নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তায়ালা আরবায়া রাকয়াতি সালাতিজ জুহরি ফারজাল্লাহি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার”।

অর্থ/বাংলায় নিয়াত:-
“আমি ৪ রাকায়াত জোহরের ফরজ নামাজের নিয়াত করছি আল্লাহ তা’আলার জন্য, মুখ আমার কাবা’ শরিফের দিকে আল্লাহু আকবার” ।

জোহরের ২ রাকায়াত সুন্নত নামাজের আরবি নিয়ত:-
نويت ان اصلي لله تعالى ركعتى صلواة االظهر سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر
বাংলায় উচ্চারণ:- “নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকায়াতাই সালাতিজ জুহরি সুন্নাতা রাসূলিল্লা-হি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

অর্থ/বাংলায় নিয়াত:-
“আমি দুই রাকাত জোহরের সুন্নাত নামাজের নিয়াত করছি আল্লাহ তা’আলার জন্য, মুখ আমার কা’বা শরিফের দিকে আল্লাহু আকবার” ।

দুই রাকাত নফল নামাজের আরবি নিয়াত:-
نويت ان اصلي لله تعالى ركعتى صلواة النفل متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر
বাংলায় উচ্চারণ:- নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকয়াতাই সালাতিন নাফলি, মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।


“আমি দুই রাকাত নফল নামাজের নিয়াত করছি আল্লাহ তা’আলার জন্য, মুখ আমার কা’বা শরিফের দিকে আল্লাহু আকবার” ।

(৩) আছরের নামাজ

আছরের নামায মোট ৮ রাকাত।

আছরের চার রাকায়াত সুন্নাত নামাযের আরবি নিয়ত:-

نويت ان اصلي لله تعالى اربع ركعات صلواة العصر سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة الله اكبر
বাংলায় উচ্চারণ:- “নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি-তাআলা আরবাআ রাকয়াতি সালাতিল আসরি সুন্নাতা রাসুলিল্লা-হি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার”।