thyrox এর কাজ কি , দাম কত খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা বর্তমান সময়ে আমরা যে কোন তথ্যের জন্য গুগলে সার্চ করে থাকি।
তাই ভিবিন্ন মেডিসিনের তথ্য জানার জন্য আমাদের গুগলের সাহায্য নিতে হয়। তাই তোমাদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে সকল প্রকার মেডিসিনের তথ্য, মেডিসিনের দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত পেয়ে যাবেন।
এছাড়াও আপনি যদি অনলাইনে কেনাকাটা করতে ভালোবাসেন তাহলে ভিজিট করতে পারেন আমাদের ই-কমার্স ওয়েবসাইট আমাদের ই-কমার্স ওয়েবসাইট এর ঠিকানা হচ্ছে। Gazivai.com এ ফর্সা হওয়ার ক্রিম ও বডি লোশন কিনতে ক্লিক করুন – এক্ষুনি কিনুন

Table of Contents
thyrox এর কাজ কি
থাইরক্স ৫০এম সি জি ট্যাবলেট (Thyrox 50Mcg Tablet) শরীরের বিপাক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং হৃদযয়ের পাচনীয় কার্যকারিতাগুলিকে নিয়ন্ত্রণ করে। এটি হাড়কে শক্তিশালী রাখে, মস্তিষ্কের বিকাশে সহায়তা করে এবং পেশী বৃদ্ধির নিয়ন্ত্রণ করে ।
thyrox এর দাম কত
আমরা যখন আর্টিকেলটি তৈরি করি তখন প্রতি পিস ঔষধের দাম ছিল ২ টাকা করে তবে বর্তমান দাম বাড়তে কিংবা কমতে পারে বর্তমান দাম জানতে আপনি অবলম্বন করতে পারেন। তার মধ্যে একটি হচ্ছে আপনার নিকটস্থ ঔষধের দোকান থেকে আপনি বর্তমান দাম জেনে নিতে পারেন এছাড়া আপনি চাইলে ইন্টারনেট থেকে মেডিসিন সম্পর্কে বিভিন্ন তথ্য জেনে নিতে পারেন । স্কুল-কলেজের পাঠ্যপুস্তক দেশি-বিদেশি বিখ্যাত বই কিনতে ক্লিক করুন – এখনি কিনুন

thyrox এর খাওয়ার নিয়ম
থাইরক্স প্রত্যহ দিনের একটি নির্দিষ্ট সময়ে বিশেষ করে সকালের নাস্তার এক থেকে আধা ঘন্টা আগে একক মাত্রায় খাওয়া হয়।
থাইরক্স ট্যাবলেট যেসব নবজাতক ও শিশু গলধঃকরণ করতে পারে না তাদেরকে ট্যাবলেটটি গুড়া করে অল্প পরিমান (৫ – ১০ মি.লি বা ১ – ২ চা চামচ) পানিতে মিশিয়ে খাওয়ানাে যায়।
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে : হাইপােথাইরয়েডিজমে প্রাপ্ত বয়স্কদের প্রারম্ভিক মাত্রা ৫০ – ১০০ মাইক্রোগ্রাম প্রতিদিন একবার।
থাইরয়েড ঘাটতি সংশােধন এবং মেইনটেনেন্স ডােজ অর্জন না হওয়া পর্যন্ত থাইরােলার এর মাত্রা ২৫ – ৫০ মাইক্রোগ্রাম করে প্রতি ৪ সপ্তাহের ব্যবধানে বাড়ানাে যেতে পারে।
প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মেইনটেনেন্স ডােজ সাধারণত প্রতিদিন ১০০ – ২০০ মাইক্রোগ্রাম।
বয়স্ক রােগীদের ক্ষেত্রে যাদের হৃদরােগ আছে অথবা যাদের দীর্ঘ মেয়াদী মারাত্মক হাইপােথাইরয়েডিজম আছে তাদের প্রারম্ভিক মাত্রা ১২.৫ – ২৫ মাইক্রোগ্রাম প্রতিদিন যা ১২.৫ – ২৫ মাইক্রোগ্রাম করে ৪ সপ্তাহ ব্যবধানে ধাপে ধাপে বাড়ানাে যেতে পারে। Gazivai.com এ ৫০০ টাকা চুল ও গোপন অঙ্গের পশম কাটার ট্রিমার কিনতে ক্লিক – এখনই কিনুন

thyrox এর পার্শ্বপ্রতিক্রিয়া
ক্লান্তি, ক্ষুধা বৃদ্ধি, ওজনহানি, তাপ অসহনীয়তা, জ্বর, অতিরিক্ত ঘাম, মাথা | ব্যথা, হাইপারএ্যাকটিভিটি, স্নায়ুবিক দূর্বলতা, দুশ্চিন্তা, অসহনীয়তা, অতিরিক্ত আবেগ, দ্রিাহীনতা, কাঁপুনি, পেশীর দূর্বলতা, বুক ধড়ফড় করা, হৃদপিন্ডের অস্বাভাবিক দ্রুত কার্য, হৃদপিন্ডের অনিয়মিত স্পন্দন, নাড়ির স্পন্দন ও রক্তচাপ বৃদ্ধি, হার্ট ফেইলর, এ্যানজিনা, মায়ােকার্ডিয়াল ইনফার্কশন, শ্বাসকষ্ট, ডায়রিয়া, বমি, পেটব্যথা, চুল পড়া, ত্বক লালচে হওয়া, অনিয়মিত ঋতুস্রাব।
আজকের আর্টিকেলটি ছিল thyrox এর এর কাজ কি এ সম্পর্কে আমরা বিস্তারিত উপস্থাপনা করেছে আশা করি আমাদের আর্টিকেলটির মাধ্যমে আপনি মেডিসিন সম্পর্কে বিস্তারিতভাবে ধারণা পেয়েছেন তাদের আর্টিকেল পড়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।