autocad এর কাজ কি, এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি সম্পর্কে আজকে আলোচনা করা হবে, অবশ্যই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন আশা করি আমাদের এই আর্টিকেলটি পড়ে আপনি উপকৃত হবেন তো চলুন শুরু করা যাক, Gazivai.com এ পে-নি-স লম্বা করার ঔষধ মাত্র ৭৫০ টাকা কিনতে ক্লিক করুন – এখনই ঔষধ কিনুন
অনলাইনে ছেলেদের ও মেয়েদের যাবতীয় পার্সোনাল ও গোপনীয় পণ্য সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় পণ্য কসমেটিক সামগ্রী দেশের সবচেয়ে কম দামে ক্রয় করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, Gazivai.com এ ৫০০ টাকা থেকে মেয়েদের – গুপ্ত – স্থান মেয়েদের পু -শি কিনতে – এখনই কিনুন

Table of Contents
অটোক্যাড কি
অটোক্যাড হল একটি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং প্রোগ্রামের নাম অটোক্যাড যা অত্যন্ত বন্ধুত্বসুলভ এবং ব্যবহার বান্ধব। সহজে বললে, অটোক্যাড একটি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার।বিভিন্ন প্রকারের লগো ডিজাইন, এমব্রয়ডারী ডিজাইন এবং গ্রীল ডিজাইনে অটোক্যাডের রয়েছে একক আধিপত্য। Gazivai.com এ মাত্র ১০০ টাকা থেকে ব্লুটুথ হেডফোন সরাসরি কিনতে ক্লিক করুন – এখনই কিনুন
autocad এর কাজ কি
অটোক্যাড এর ক্যাড (CAD) শব্দের অর্থ হলো কম্পিউটার এইডেড ড্রাফটিং/ডিজাইন (Computer Aided Drafting/Design)। যার শাব্দিক অর্থ হলো কম্পিউটারের সাহায্যে নকশা অঙ্কন। অটোক্যাডের সাহায্যে সাধারণ ড্রইং ছাড়াও ডিজাইন, ব্লক, সিম্বল, লোগো ডিজাইন, গ্রিল ডিজাইন, এমব্রয়ডারী ডিজাইন করা যায়। Gazivai.com এ – মেয়েদের ব্রা ৮০ টাকা থেকে শুরু ব্রা প্যান্টি কিনতে ক্লিক করুন – এখনইব্রাকিনুন

অটোক্যাড শেখার নিয়ম কি
অটো ক্যাড (Auto CAD) হলো বিশ্বসমাদৃত একটি পাওয়ারফুল ইঞ্জিনিয়ারিং ডিজাইন সফটওয়্যার। ১৯৮০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের Autodesk Inc. Auto CAD তৈরি করেন। যেকোন স্কেলিং ড্রইং এর ক্ষেত্রে অটো ক্যাড এর কোন বিকল্প নেই। অটো ক্যাড এর নতুন নতুন কমান্ড ও টুলস্ সম্পূর্ণরূপে ইউজার ফ্রেন্ডলি।
অটো ক্যাড এর সাহায্যে সাধারণ ড্রইং ছাড়াও ডিজাইন, ব্লক, সিম্বল, লোগো ডিজাইন, গ্রিল ডিজাইন, এমব্রডারী ডিজাইন করা যায়। অটো ক্যাড সফটওয়্যার এর মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট প্লানার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, গ্রাফিক্স ইঞ্জিনিয়ার, এমব্রডায়রি ডিজাইনার সহজেই তাদের সুবিধামত ড্রইং করতে পারেন।
অটোক্যাডের সাহায্যে যা করা হয়
- লগো ডিজাইন
- ফাইন আর্ট
- এয়ারোনটিক্যাল ডিজাইনের কাজ
- ইনটেরিওর ডিজাইন
- ম্যাপস
- গ্রিটিংস কার্ড
- আর্কিটেকচারাল ডিজাইন এবং
- ইঞ্জিনিয়ারিং ডিজাইন
অটোক্যাড থেকে যেভাবে আয় করবেন
অটোক্যাড (Auto Cad) শেখার পর আপনি অনলাইন কিংবা অফলাইন উভয় প্রকারেই আয় করতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠানে অটোক্যাড ডিজাইনারের রয়েছে প্রচুর চাহিদা। আবার অনলাইনে ফ্রিল্যান্সিং করেও এই সেক্টর থেকে অজস্র আয় করতে পারেন। তবে তার জন্য কঠিন দক্ষতার প্রয়োজন রয়েছে।
আমি নিচে কয়েকটি উপায় জানিয়ে দিচ্ছি যার মাধ্যমে অটোক্যাড শিখে আপনি অনলাইন থেকে আয় করতে পারেন।
ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আয়
অটোক্যাড শিখুন। আপনি অটোক্যাড জানেন, কিভাবে অটোক্যাড সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন প্রকারের লগো, ব্যানার, এমব্রয়ডারী, গ্রিল ডিজাইন করতে হয় সে বিষয়ে আপনার বিস্তর জানা আছে।
এরকম কিছু মার্কেটপ্লেস যেখানে আপনি অটোক্যাডের প্রচুর কাজ পেয়ে যাবেন অনায়াসেই,
Freelancer (ফ্রিল্যান্সার)
Upwork (আপওয়ার্ক)
Guru (গুরু)
People Per Hour (পিপল পার আওয়ার)
99 Designs (৯৯ ডিজাইন)
Fiverr (ফাইভার)
ওয়েবসাইট থেকে আয়
আমি ধরে নিচ্ছি আপনার একটি পোর্টফোলিও ওয়েবসাইট আছে। এখন এই ওয়েবসাইটে আপনি কি রেখেছেন? নিশ্চয়, আপনার অটোক্যাড দ্বারা ডিজাইন করা কিছু লগো,
নতুবা,এমব্রয়ডারী এবং গ্রিল ডিজাইন। এখন আপনি বিভিন্ন মার্কেটপ্লেসে গিয়ে বিভিন্ন পোস্টে বিড করা শুরু করে দিবেন। সেই সাথে আপনার ওয়েবসাইটের লিংকটা বসায়ে দিবেন।ফলে ক্লায়েন্ট আপনার কাজগুলো দেখে নিবে। সে সহজেই বুঝতে পারবে যে তার কাজটি আপনি সহজেই করে দিতে পারবেন।
প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আয়
একজন দক্ষ অটোক্যাড ডিজাইনার হিসেবে আপনি অনলাইন থেকে বিভিন্ন উপায়ে আয় করতে পারেন। আপনার শেখানোর দক্ষতা যদি ভাল থাকে তাহলে অন্যকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অনলাইন কিংবা অফলাইন থেকে অনয়াসেই আয় করতে পারেন।
সুতরাং আপনি যে অটোক্যাড এর একজন দক্ষ ডিজাইনার তা জাতিকে বুঝাতে হবে। বিভিন্ন প্রচার মাধ্যম ব্যবহার করুন ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।