চোখের ছানি অপারেশন খরচ কত

চোখের ছানি অপারেশন খরচ কত

চোখের ছানি অপারেশন খরচ কত আমাদের এই আর্টিকেলটি থেকে আমরা এ বিষয়ে একটু তথ্য জানার চেষ্টা করবো তবে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ আছে চোখের ছানি অপারেশনের খরচ কত সেটা জানতে হলে আপনাকে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। কোন ক্লিনিকে বা কোন হসপিটালে পরামর্শ করলে আপনি সঠিক তথ্য পেয়ে যাবেন ইন্টারনেট থেকে যে তথ্য পাবেন সেগুলো বর্তমান খরচের সাথে নাও মিলতে পারে।। Gazivai.com এ  ১০০ টাকা থেকে  ছেলেদের এবং মেয়েদের ঘড়ি কিনতে ক্লিক করুন – এখনই কিনুন

চোখের ছানি অপারেশন খরচ কত

বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের প্রধান ডাঃ শরফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছানি অস্ত্রোপচারে ১ হাজার ৫০০ টাকা এবং ভ্যাকো (সলিড), ৮ হাজার ৫০০ টাকা এবং ফোল্ড করতে ১৭ হাজার টাকা লাগে। ন্যাশনাল আই ইনস্টিটিউটে ভারতীয় লেন্স দিয়ে ১০০০ টাকার মধ্যে সাধারণ ছানি অস্ত্রোপচার করা যেতে পারে। ব্রিটিশ লেন্স সহ খরচ পড়বে ৩,০০০থেকে ৫,০০০ টাকা। আর ফাকো করলে লেন্সের দাম দিতে হবে। Gazivai.com এ মোটা ও লম্বা হওয়ার ঔষধ মাত্র ২২০ টাকা কিনতে ক্লিক করুন – এখনই ঔষধ কিনুন

তবে চক্ষুবিদ্যা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক দীন মুহাম্মদ বলেন, সাইটসিভার্সের উদ্যোগে ভিশন ইন ফেইথ প্রকল্পের মাধ্যমে ঢাকা ইসলামিক চক্ষু হাসপাতাল, আদ্-দ্বীন হাসপাতাল, মিরপুর বিএনএসবি হাসপাতাল ও সালাহউদ্দিন হাসপাতালের রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন করাতে হয়।

চোখের ছানি অপারেশন খরচ কত

লায়ন্স আই ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক সালমা পারভিন বলেন, তার হাসপাতালে ছানি অপারেশনের খরচ ৬,৫০০ টাকা এবং একটি ফ্যাকো লেন্স অপারেশনের খরচ ১১,০০০ থেকে ২০,০০০ টাকা বা তার বেশি হতে পারে। ইসলামিক চক্ষু হাসপাতালে সাধারণ ওয়ার্ডে সর্বনিম্ন ৩ হাজার ৫৮৫ টাকায় ছানি অপারেশন করা যায়। এছাড়া সিট বা কেবিন ও লেন্স প্রতি খরচ নির্ধারণ করা হয়েছে। অস্ত্রোপচারের পরদিন বাড়িতে যাওয়ার সুবিধা রয়েছে। প্রতিদিন ফাকো সার্জারিতে খরচ হয় ৭ হাজার ৫০৫, ১১ হাজার ৫৫০, ১৫ হাজার ৫৫০, ২৫ হাজার ৫০ টাকা।

সহযোগী অধ্যাপক বারডেম মানস কুমার গোস্বামী বলেন, তাঁর হাসপাতালে চোখের অস্ত্রোপচার অন্যান্য বেসরকারি হাসপাতালের তুলনায় অনেক কম, মাত্র ২,০০০ টাকা। ফ্যাকো করতে লেন্সের উপর নির্ভর করে ৪,০০০ থেকে ১০,০০০ টাকা লাগে। তার মতে, যেখানে প্রাইভেট ক্লিনিকে ফাকোর খরচ ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা, সেখানে বারডেম খুবই কম খরচে চলে। তার মতে, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে অনেক সীমাবদ্ধতা রয়েছে। কারণ রোগীদের কাছ থেকে পাওয়া টাকা দিয়েই তাদের প্রতিষ্ঠান চালাতে হয়।